এই মুহূর্তে খেলাধুলা

মেডিকেল কমিটির সঙ্গে বৈঠক সিএবির, অনুশীলন শুরু নিয়ে একগুচ্ছ নির্দেশ ঘোষণা।

স্পোর্টস ডেস্ক ,৩০ মে:- প্রায় আড়াই মাস হয়ে গেল ময়দানে বন্ধ ক্রিকেট। ২২ গজ থেকে অনেক দূরে বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে রঞ্জির ফাইনালে পর থেকেই নিজের বাড়িতে গৃহবন্দি অভিমন্যু, মনোজ, অনুষ্টুপ, অভিষেক সহ সমস্ত ক্রিকেটাররাই। বাড়িতে অনলাইন ট্রেনিংই এখন ভরসা। সিএবির টি-২০ লিগও মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। কবে আবার মাঠে বল গড়াবে জানা নেই কাররই। চলতি মরসুমে লিগ ম্যাচের ভবিষ্যত কী হবে তাও অজানা। লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল সিএবি দফতরও। তবে লকডাউনের চতুর্থ পর্বের শেষে এসে স্টেডিয়াম ও ক্লাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে বাংলার ক্রিকেটারদের কী ভাবে অনুশীলন শুরু করা সম্ভব, তা নির্ধারণ করতে শুক্রবার সিএবির মেডিকেল কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন সিএবির আধিকারিকরা। সিএবি দফতরে সামাজিক দূরত্ব বজায় রেখে বৈঠকে সিএবির কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল কমিটির চিকিৎসকরা। বৈঠকে উপস্থিত ছিলেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া ও সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। বাংলা ক্রিকেট দলের অনুশীলন শুরু করতে চিকিৎসকরা কয়েকটি পরামর্শ দিয়েছেন।

কী কী নির্দেশ পালন করতে হবে একনজরে দেখে নিন–
১। অনুশীলনের আগে গোটা চত্বরকে জীবাণুমুক্ত করতে স্যানিটাইজেশন করতে হবে। ক্লাব হাউজ চত্বর এবং নবনির্মিত ইনডোর জুড়ে স্যানিটাইজেশন করতে হবে। শৌচালয়গুলিকে জীবাণুমুক্ত রাখা বাধ্যতামূলক। ২। আপতকালীন অবস্থার জন্য একটা আলাদা আইসোলেশন রুম রাখা বাধ্যতামূলক। ৩। অনুশীলন চলার সময় কোন ক্রিকেটার বা কোচ বা সাপোর্ট স্টাফের কারোও মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা গেলে, তাঁকে সরাসরি হাসপাতালে স্থানান্তরিত করা উচিত। ৪। বলে থুতু বা ঘাম লাগানো নিষেধ। ৫। ক্রিকেটারদের অনুশীলনে আসার সময় তাঁদের সরঞ্জামগুলিকে যথাযথভাবে স্যানিটাইজেশন করতে হবে। প্রত্যেক বোলারের জন্য নির্দিষ্ট কয়েকটি বল দেওয়া হবে। ৬। আপাতত কমসংখ্যক ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু করা যেতে পারে। তবে অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে সোশাল ডিস্টেন্সিং রাখা বাধ্যতামূলক। ৭। আপাতত ক্রিকেটারদের জন্য চেঞ্জিং রুম থাকছে না। অনুশীলনে আসার সময় নির্দিষ্ট প্র্যাকটিস জার্সি পরেই আসতে হবে ক্রিকেটারদের। ৮। মাঠে ঢোকার সময় প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। এছাড়া করোনা ভাইরাস মোকাবিলার জন্য ক্রিকেটারদের আলাদা করে ক্লাস নেওয়া হবে। করোনা ভাইরাস রুখতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সেই সংক্রান্ত বিষয় তুলে ধরা হবে সেই ক্লাসে। ৯। সরকারি নির্দেশিকা পাওয়ার পরেই জিম চালু হবে। ১০। সুইমিং পুল আপাতত বন্ধ রাখা হচ্ছে।তবে সিএবির লোকাল ক্রিকেট টুর্নামেন্ট কবে চালু হবে, সে ব্যাপারে এখনও কিছু জানায় নি সিএবির মেডিকেল কমিটি।