হুগলি ,৩০ মে:- আমপান সুপার সাইক্লোনের তান্ডবে ভেঙে পরেছে অসংখ্য গাছ।এক কথায় সবুজের ধ্বংসলীলা দেখা গেছে ঘূর্ণি ঝড়ে।শুধু হুগলি জেলাতেই প্রায় সত্তর হাজার গাছ ভেঙেছে।যার মধ্যে বহু প্রাচীন গাছ রয়েছে।উত্তরপাড়া পুরসভা সেই সব ভেঙে পরা গাছকে পুনরায় বসানোর ব্যবস্থা করল।বেশ কিছু বট অশ্বত্থ গাছের ডাল ছেঁটে মাটি খঁড়ে পেলোডার দিয়ে সেই গাছকে আবার বসানোর ব্যবস্থা করা হয়।বেশ কিছু নতুন চারা গাছও লাগানো হয়।উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন,শহরের বহু প্রাচীন গাছ নষ্ট হয়েছে আমপানে।যে গাছ গুলোকে পুনঃস্থাপন করা সম্ভব সেগুলোকে করা হচ্ছে।আর সবুজ ফিরিয়ে দিতে নতুন গাছ বসানো শুরু হয়েছে।সাইক্লোনের তান্ডবের পর গাছের ক্ষতি পূরণে সাবাইকে গাছ লাগানোর আবেদন জানান পুরপ্রধান।