উঃ২৪পরগনা ,২৯ মে:- ইতিমধ্যেই নানা স্থান থেকে আসতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। সেই মত উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরেও ফিরেছে বেশ কিছু পরিযায়ী শ্রমিক। তাদেরকে প্রাথমিক ভাবে ব্যারাকপুরে অবস্থিত উমাশশী উচ্চ বিদ্যালয়ে মেডিকাল স্ক্রিনিং -এর জন্য নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে মেডিকাল স্ক্রিনিং- এর পর ঠিক হবে যে এদের মধ্যে কারা হোম কয়ারেন্টাইনে পাঠানো হবে আর কাদের কয়ারেন্টাইনে সেন্টারে রেখে চলবে ভিন্ন পরিক্ষা, ইতিমধ্যেই কয়ারেন্টাইনে সেন্টার হিসাবে বেছে নেওয়া হয়েছে ব্যারাকপুরে অবস্থিত মন্মথনাথ উচ্চবিদ্যালয় কে। এমনটাই জানালেন ব্যারাকপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান উত্তম দাস, যদিও বা দুটি স্কুলি জনবহুল স্থানে অবস্থিত। এখন দেখার প্রশাসনিক ভাবে কতটা সুরক্ষিত রাখতে পারে এলাকার মানুষদের।
এলাকার মানুষেরা এর জন্য রিতিমত আতঙ্কিত।