হাওড়া , ২৯ মে:- বুধবার বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দমকলকর্মীর মৃত্যুর ঘটনায় ধৃত তিন সিইএসসি কর্মীর বৃহস্পতিবার দিনভর টানাপোড়েনের পর জেল হেফাজত হয়। শুক্রবার তাদের পুনরায় আদালতে তোলার নির্দেশ দেন বিচারক। এদিন অভিযুক্ত ৩ সিইএসসি কর্মীর ১৪ দিনের জেল হেফাজত হয়। শুক্রবার সিজেএম কোর্টে এই রায় দেন বিচারক। তাদের বিরুদ্ধে ৩০৪ ধারা যুক্ত করা হয় বলে জানিয়েছেন সিজেএম-এর এপিপি তারাগতি ঘটক। উল্লেখ্য, বুধবার বেলুড়ের গাঙ্গুলী স্ট্রিটে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বালি দমকল কেন্দ্রের অস্থায়ী কর্মী সুকান্ত সিংহ রায়। সিএসসির বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে এফআইআর করা হয় দমকলের পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ শান্তনু মাহাতো, রাজনারায়ণ রায় এবং কামাল আক্তার নামে তিন সিইএসসি কর্মীকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার অভিযুক্ত তিনজনকে মুখ্য বিচারবিভাগীয় এজলাসে তোলা হয়। অন্যদিকে, এদিন দুপুরে মৃত দমকলকর্মী সুকান্ত সিংহ রায়ের বাড়িতে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও শুভ্রজ্যোতি দাস। এরা শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি মৃতের পরিবারকে সমবেদনা জানান।