সুদীপ দাস , ২৮ মে:- গত কয়েকদিন আগে হয়ে যাওয়া আমফানে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শণ করতে আজ সকাল ১১টা নাগাত হুগলি জেলায় উপস্তিত হন হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী ও সায়ন্তন বসু এদিন চুঁচুড়া শহরের অন্তর্গত সুকাম্ত নগরের বাসিন্দা সঞ্জীব পোদ্দার ও বাশবেড়িয়ার ২নং ওয়র্ডের বাসিন্দা পশুরাম যাদব সেদিন ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান। তাদের বাড়িতে এদিন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জী ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সপন পাল রাজ্য সম্পাদক দিপাঞ্জন গুহকে সঙ্গে নিয়ে সাংসদ লকেট চ্যাটার্জী ও সায়ন্তন বসু হাজির হন এবং মৃত ব্যাক্তিদের পরিবারের লোকেদের সাথে কথা বলে জানতে চান যে কেন্দ্রীয় সরকার রাজ্যের ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য যে টাকা পাঠিয়েছেন তা তার পেয়েছেন কিনা, এছাড়া ও তাদের সব রকম ভাবে সহযোগিতা ও পাসে থাকের আস্বাসও দেন সাংসদ।