এই মুহূর্তে খেলাধুলা

রামগোপাল বর্মার ‘করোনা ভাইরাস’, তবে ট্রেলারে !

 

এন্টারটেনমেন্ট ডেস্ক , ২৮ মে:- একদিকে যখন করোনা আতঙ্কে কাঁপছে গোটা দেশ, ঠিক তখনই আবার সামনে এল করোনা ভাইরাস! কী শুনে ভয় পেয়ে গেলেন? আসলে লকডাউনের মধ্যেই ‘করোনা ভাইরাস’ নামে একটি সিনেমা বানিয়ে ফেলেছেন পরিচালক। খোদ রামগোপাল বর্মা। যদিও সিনেমাটি তৈরি হয়েছে তেলেগুতে। পুরো শুটিং হয়েছে এই লকডাউনের মধ্যেই এবং সরকারের সব নিয়ম মেনে। তারই ট্রেলার প্রকাশ করলেন পরিচালক। লকডাউনে ঘরবন্দি এক পরিবার। তাদের এই কঠিন সময়ে উত্থান–পতন, টানাপোড়েন নিয়েই কাহিনি এগিয়েছে। সিনেমাটির ট্রেলার প্রকাশ করলেন রামগোপাল বর্মা। ৪ মিনিটের ট্রেলারটি যথেষ্ট টানটান। রামগোপাল লিখেছেন, এই পুরো সিনেমাই লকডাউনে তৈরি করা হয়েছে। তাঁদের কাজ করা ঈশ্বর বা করোনা ভাইরাস কেউই আটকাতে পারবেনা বলে টুইট করেছেন রামগোপাল। ট্রেলার সামনে আসলে সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানান হয় নি। তবে রামগোপাল টুইটে জানিয়েছেন, এই সিনেমাটি সকলের মধ্যে করোনা নিয়ে ভয় ও সেই ভয়কে ভালবাসা দিয়ে জয় করার কাহিনি। যেখানে ভালবাসা একটি রোগ ও রোগে মৃত্যুর ভয়কে হারিয়ে জয়ী হয়েছে। প্রসঙ্গত লকডাউন কার্যকর হওয়ার আগেই মার্চের মাঝামাঝি সময় থেকেই বন্ধ হয়ে যায় বলিউড সিনেমার সব শুটিং।