স্পোর্টস ডেস্ক , ২৮ মে:- গত বছর বিশ্বকাপের পর থেকেই আর ২২ গজে দেখা যায় নি এমএসডি-কে। ফলে প্রাক্তন ভারত অধিনায়কের ক্রিকেট থেকে অবসরের জল্পনা বাড়ছিল দর্শকদের মধ্যে। চলতি বছরে আইপিএলে আবারও চেন্নাই সুপার কিংস এর জার্সিতে মাহিকে দেখার অপেক্ষায় ছিলেন ফ্যানেরা। ফলে মনে করা হচ্ছিল আইপিএল এ ভালো খেলা উপহার দিয়ে, আবারও টিম ইন্ডিয়ায় কামব্যাক করবেন ধোনি। কিন্তু চলতি বছরে আইপিএল কার্যত অনিশ্চিত। ফলে প্রশ্নের মুখে ক্যাপ্টেন কূলের ভবিষ্যত। আর দেশে লকডাউনের মধ্যেই ফের মাহির অবসর ঘিরে স্যোশাল মিডিয়ায় নয়া বিতর্ক। #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন কিছু নেটিজেন। তা ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন ধোনি-প্রেমী নেটিজেনরা। কার্যত কান্নাকাটি শুরু করে দেন তাঁরা। যদিও এ ব্যাপারে নিজের টুইটার অ্যাকাউন্টে কোনও বার্তা দেননি এমএস ধোনি। আর প্রকাশ্যে তো তিনি কিছু বলতেই চান না। বিসিসিআই-র তরফেও এ ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তাই এই খবর ভুয়ো বলেই ধরে নেওয়া যায়।ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। যাঁরা অবসর সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, তাঁদের জীবন খোঁজার বার্তা দিয়েছেন সাক্ষী। যদিও পরে নিজের সেই টুইট মুছেও দেন ধোনিপত্নী। তা নিয়েও ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন।