নদীয়া , গোঘাট, ২৭ মে:- কয়লাখনি গুলির বেসরকারিকরণ , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকার খাদ্য যোগান ,ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা শ্রমিকের একাউন্টে দেওয়া সহ বেশ কিছু দাবীতে সরব হলেন আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এর শ্রমিক সংগঠনগুলো। রাজ্যবাসী এ ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয় বেশ কিছুদিন আগেই, আমফান ঝড়ের ফলে স্থগিত ছিল। আজ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিজ নিজ সংগঠনের ফ্লাক্স ব্যানার নিয়ে। শান্তিপুরে আজ কাশ্যপপাড়া পোস্ট অফিসের সামনে এ আই টি ইউ সির পক্ষ থেকে তপন কর্মকার, সি আই টি ইউ পক্ষ থেকে সৌমেন মাহাতো, আইএন টি টি ইউ সি পক্ষ থেকে অলক চ্যাটার্জী এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি আরামবাগে ও একই দাবিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নীতির ফলে মানুষরা পড়েছে বেকায়দায় এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সম্পর্কে কোনরূপ কোন চিন্তাভাবনা নেই এই দুই সরকারের এমত অবস্থায় এই শ্রমিকদের উপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য সি আই টি ইউ শাখার পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
Related Articles
উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা,নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার।
হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব […]
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূলের সাংসদ অর্পিতা ঘোষ।
কলকাতা , ২ এপ্রিল:- এদিন বালুরঘাটের একটি বেসরকারি লজে তৃণমূলের তপন বিধানসভার প্রার্থী কল্পনা কিস্কু ও হরিরামপুর বিধানসভার প্রার্থী বিপ্লব মিত্র কে নিয়ে বৈঠক করেন অর্পিতা ঘোষ। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে হরিরামপুরের প্রার্থী তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল চেয়ারম্যান বিপ্লব মিত্র জানান, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি বিধানসভায় প্রার্থী হতে পারেন বলে যে অপপ্রচার চালাচ্ছে বিজেপি, […]
ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত।
কলকাতা , ১১ জানুয়ারি:- ভ্যাকসিন প্রয়োগের জন্য রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। জেলায় জেলায় ভ্যাকসিন বন্টনের কাজও মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে। করোনা টিকা বণ্টন কর্মসূচি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কেবল দু’জন মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। এক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই, কেন্দ্রশাসিত পুদুচেরির কংগ্রেস […]