নদীয়া , গোঘাট, ২৭ মে:- কয়লাখনি গুলির বেসরকারিকরণ , পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ১৪ দিন কোয়ারান্টিনে থাকার খাদ্য যোগান ,ন্যূনতম সাড়ে সাত হাজার টাকা শ্রমিকের একাউন্টে দেওয়া সহ বেশ কিছু দাবীতে সরব হলেন আই এন টি ইউ সি, এ আই টি ইউ সি, সি আই টি ইউ এর শ্রমিক সংগঠনগুলো। রাজ্যবাসী এ ধরনের আন্দোলনের ডাক দেওয়া হয় বেশ কিছুদিন আগেই, আমফান ঝড়ের ফলে স্থগিত ছিল। আজ নদীয়া জেলার বিভিন্ন জায়গায় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, নিজ নিজ সংগঠনের ফ্লাক্স ব্যানার নিয়ে। শান্তিপুরে আজ কাশ্যপপাড়া পোস্ট অফিসের সামনে এ আই টি ইউ সির পক্ষ থেকে তপন কর্মকার, সি আই টি ইউ পক্ষ থেকে সৌমেন মাহাতো, আইএন টি টি ইউ সি পক্ষ থেকে অলক চ্যাটার্জী এবং সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা পারস্পরিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি আরামবাগে ও একই দাবিতে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের নীতির ফলে মানুষরা পড়েছে বেকায়দায় এবং যারা পরিযায়ী শ্রমিক তাদের সম্পর্কে কোনরূপ কোন চিন্তাভাবনা নেই এই দুই সরকারের এমত অবস্থায় এই শ্রমিকদের উপযুক্ত পদক্ষেপ নেয়ার জন্য এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানোর জন্য সি আই টি ইউ শাখার পক্ষ থেকে আজ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
Related Articles
আইপিএসদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী আবারও অভিযোগ করেছেন।
কলকাতা , ২০ ডিসেম্বর:- আইপিএস আধিকারিকদের ডেপুটেশনের চেয়ে কেন্দ্র সরকার এক্তিয়ার বহির্ভূত কাজ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবারও অভিযোগ করেছেন। আজ এক টুইটে তিনি লেখেন রাজ্য না করা সত্বেও কেন্দ্র যেভাবে দ্বিতীয় বার আইপিএস দের ডেপুটেশনে ডেকেছে সেটা পরিস্কার ভাবে আইপিএস ক্যাডার রুল ১৯৫৪ এর অপপ্রয়োগ বলে তিনি জানিয়েছেন। নির্বাচনের আগে এই কাজ যুক্তরাষ্ট্রীয় […]
প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে মুখ্যসচিব।
হুগলি, ১ এপ্রিল:- শুরু হলো ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার। ক্যাম্পের প্রথম দিনই জেলার ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণি ত্রিবেদী। ছিলেন দুয়ারে সরকার প্রকল্পের রাজ্যের নোডাল অফিসার ছোটেন লামা। শুক্রবার চন্ডীতলা ২ ব্লকের জনাই ট্রেনিং স্কুল সহ কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন মুখ্যসচিব। তার পর তিনি পৌঁছন চন্ডীতলা ১ ব্লকের জঙ্গল পাড়া ক্যাম্পে। ক্যাম্পে কেমন […]
পুজোর মুখে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে।
কলকাতা , ১৬ অক্টোবর:- পুজোর মুখে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক তিন হাজার ৭৭১ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ১৩ হাজার ১৮৮ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে দুই লাখ ৭৪ হাজার ৭৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের […]







