এই মুহূর্তে খেলাধুলা

সুন্দরবনের ক্ষতিগ্রস্তদের পাশে তারকা ফুটবলার শিল্টন।

 

স্পোর্টস ডেস্ক,২৬ মে:- সাম্প্রতি রাজ্যে ভয়াবহ ঘূর্ণি ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কয়েকটি জেলা। আর এবার সেই আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মোহনবাগান গোলকিপার শিল্টন পাল। খুব শীঘ্রই আমফান বিধ্বস্ত মানুষগুলির জন্য খাবারের ব্যবস্থা করতে চলেছেন শিল্টন। সুন্দরবন অঞ্চলের নামখানায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেবেন তিনি। তার জন্য স্থানীয় প্রসাশনের সঙ্গে কথা বলতে দিন কয়েকের মধ্যে নিজেই নামখানা যাবেন বলে জানালেন এই তারকা ফুটবলার। সেই সমস্ত মানুষগুলোর জন্য মন খারাপ শিল্টনের। বলছিলেন, “আমরা কয়েকজন মিলে ঠিক করেছি, নামখানায় গিয়ে সর্বহারা মানুষের হাতে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়ে আসব। পরবর্তী ধাপে মেডিক্যাল ক্যাম্প করার লক্ষ্যও রয়েছে। মানুষ যাতে চিকিৎসা না পেয়ে ঘোরতর বিপদে না পড়েন, সেই জন্যই এই প্রয়াস।” উল্লেখ্য কয়েকদিন আগে মেহতাব হোসেন, সুব্রত পাল, অভিজিৎ মণ্ডল, অভ্র মণ্ডল, ডেনসন দেবাদাসরা করোনা মোকাবিলায় একজোট হয়েছিলেন। নিজেদের উদ্যোগে বিধাননগর পুলিশ কমিশনারেটে পৌঁছে পুলিশ কর্মীদের হাতে হোমিওপ্যাথি ওষুধ ‘আর্সেনিকাম অ্যালবাম থার্টি’ তুলে দিয়েছিলেন। এবার সুপার সাইক্লোন আমফান দাপটে বিপর্যস্ত সুন্দরবনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিল্টন।

There is no slider selected or the slider was deleted.