খেলাধুলা এই মুহূর্তে

আবারও পাক ক্রিকেটে করোনার হানা, আক্রান্ত তৌফিক উমর।

স্পোর্টস ডেস্ক,২৫ মে:- করোনার থাবা ফের ২২ গজে। করোনা গ্রাস করছে একের পর এক ক্রিকেটারদের। স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন ক্রিকেটার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক পাকিস্তান ক্রিকেটারের। আর এবার করোনায় আক্রান্ত দ্বিতীয় পাক ক্রিকেটার। এর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাফর সরফরাজের করোনা পজিটিভ হয়েছিলেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজের দারুণ সুনাম ছিল। করোনা যুদ্ধে জাফর অবশ্য জয় পাননি। গত মাসে তিনি মারা যান। আর এবার করোনা আক্রান্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার তৌফিক উমর। জ্বর থাকায় শনিবার তাঁর করোনা পরীক্ষা হয়েছিল। করোনা পরীক্ষার রিপোর্ট এলে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারে ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে নিজের বাড়িতেই কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

There is no slider selected or the slider was deleted.

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে ৩৮ বছর বয়সি তৌফিক উমর জানান “শরীরে হঠাৎ করেই তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। জ্বর এসেছে অনুমান করে গত রাতে নিজেই টেস্ট করতে ছুটেছিলাম। পরীক্ষার ফল পজিটিভ এসেছে।” সেই সঙ্গে তৌফিক উমর আরও বলেন, “তবে এখন আমার উপসর্গগুলো মারাত্মক কিছু হয়নি। এখন সেল্ফ কোয়ারান্টাইনে থাকতে হবে। বাড়িতেই নিজেকে বাকিদের থেকে আলাদা করে রাখছি। দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা রাখছি। ” প্রসঙ্গত উল্লেখ্য তৌফিক উমর ২০০১ সাল থেকে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন। পাক জার্সিতে ১৩ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ৪৪ টেস্ট ও ২২ ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেট তাঁর ব্যাটে ২৯৬৩ রান এসেছে। ওডিআই ক্রিকেট ৫০৪ রান হাঁকিয়েছেন।