এই মুহূর্তে জেলা

সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।


সুদীপ দাস ,২৫ মে:-  প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই ছবি দেখা গেছে তা মনে করতে পারছেন না কেউ! হুগলি জেলার সদর শহরে সবথেকে বেশী এখানেই ঈদের দিন নামাজের জমায়েত হয়। কমবেশী প্রায় ১০ হাজারের উপরে মানুষ এখানে নামাজ পাঠ করতে আসেন। কিন্তু করোনা আবহে জমায়েত বন্ধ। তাই এবছর সবাই সকাল-সকাল বাড়িতেই নামাজ সেরেছেন। করোনার দাপটে এবার কোলাকুলিও বন্ধ। তাই হাতে হাত মিলিয়েই ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেলো মুসলিম সম্প্রদায়ের মানুষদের।মসজিদ গুলিতে ভিড় লক্ষ করা গেলো না একেবারে। দু এক জন তারা নিয়ম মাফিক স্যোশাল ডিস্টেন্স মেনেই নামাজ পরলো মসজিদে।হুগলিতে এই চিত্রটা দেখা গেলো আজ। ঈদের নিমন্ত্রণ নেই কারো বাড়িতে ,তাই কেউ কারো বাড়ি যাচ্ছে না।তাই এবারের জৌলুশহীন জামজমক বাদ দিয়ে ঈদ কাটাচ্ছে সবাই ।

There is no slider selected or the slider was deleted.