স্পোর্টস ডেস্ক ,২৩ মে:- একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে রাজ্যে দাপট দেখালো ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমতো তছনছ করে দিল রাজ্যের কয়েকটি জেলাকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ময়দানের অধিকাংশ ক্লাব তাবু।যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। ২০১৭ অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে যুবভারতীতে দুটি প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা হয়েছে। সেই দুটি মাঠের দুটি বাতিস্তম্ভ ভেঙে পড়ে। স্টে়ডিয়ামে উপরের ছাদ ক্ষতিগ্রস্থ। গ্যালারির বিভিন্ন অংশের ছাউনি উড়ে দিয়েছে। স্টেডিয়ামের বাইরে অনেক গাছ ভেঙে পড়ে। ঝড়ের তাণ্ডবে স্টেডিয়ামের ভিতর কাঁচও ভেঙেছে, মাঠ এখন ঝড়ে উড়ে আসা আবর্জনায় ভর্তি। প্রেসবক্সের কাঁচও ভেঙেছে। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমফানের কারণে যুবভারতীতে ক্ষতি খতিয়ে দেখেন। ২০২১ সালে ভারতে মেয়েদের যুব বিশ্বকাপ রয়েছে। তার আগে বিপর্যয়ে যুবভারতীর ক্ষতি দ্রুত মেরামত করা হবে বলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন।
সুপার স্লাইকোন হানার ধ্বংসের ছবির মাঝেই বাগান ভক্তদের ফেসবুক ওয়ালে ওয়ালে ঝড়ের তাণ্ডবেও মোহনবাগান ডিফেন্ডার মোরান্তের এক পোস্টার-কাটআউট অক্ষত থাকার ছবি এখন ভাইরাল। অন্যদিকে আমফানের দাপটে তাঁর প্রিয় শহর কলকাতার ভয়ানক অবস্থা দেখে মন খারাপ মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু ভিকুনার। কয়েক সপ্তাহ আগেও কলকাতা ছিলেন। এই কলকাতার ময়দানি ফুটবল দিয়ে ভারতীয় ফুটবলে হাতেখড়ি তাঁর। ঝড়ের মর্মান্তিক এই খবর পেয়ে টুইটারে সমবেদনা জানালেন কিবু। কিবু ভিকুনা লিখেছেন, ‘আম্ফান বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পশ্চিমবঙ্গ ও কলকাতার জন্য প্রার্থনা করছি। প্রত্যেকের সুস্থতা কামনা করি।’ অন্যদিকে ইডেনের কে ব্লকের কর্পোরেট বক্সের কাঁচ ভেঙে পড়েছে। সুপার স্লাইক্লোনে ইডেন গ্যালারির ছাউনিও ক্ষতিগ্রস্থ। জি ও এইচ ব্লকের ছাউনি ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে।সিএবি সূত্রে খবর ইডেনের ১৩ নম্বর গেটের বাইরে ঝড়ের দাপটে ময়দানের একটা গাছ ভেঙে পড়ায় ইডেনের গেটের দিকের পাঁচিলের অংশ ভেঙে পড়েছে। সিএবি’র পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্থ অংশগুলো দ্রুত মেরামতি করা হবে। উল্লেখ্য শুধুমাত্র এই দুই স্টেডিয়ামই নয় আমফানের দাপটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে শুরু করে অধিকাংশ ক্রিকেট ও ফুটবল ক্লাবই।