কোচবিহার,১৯ মে:- গোটা দেশের সাথে আজকের দিনটিকে পরিযায়ী শ্রমিক দিবস হিসেবে পালন করে শ্রমিক সুরক্ষার দাবিতে প্রতীকী বিক্ষোভ আন্দোলন এস ইউ সি আইয়ের। আজ কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরের সামনে ওই প্রতীকী বিক্ষোভ কর্মসূচী পালন করে এসইউসিআই। তাঁদের অভিযোগ, একদিকে যখন গোটা দেশে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে গিয়ে কোথাও অনাহারে কোথাও দুর্ঘটনায় মারা যাচ্ছে। তখন চক্রান্ত করে দীর্ঘ আন্দোলনে অর্জন করা শ্রমিকদের ৮ ঘণ্টার কাজের দাবীকে ফের ১২ ঘণ্টা করার চক্রান্ত চলছে। চক্রান্ত করা হচ্ছে শ্রমিকদের বিভিন্ন অধিকারকে কেড়ে নেওয়ার।এর প্রতিবাদে তাঁদের এদিনের ওই প্রতীকী বিক্ষোভ আন্দোলন কর্মসূচী বলে জানিয়েছেন এসইউসিআইয়ের কোচবিহার সদর মহকুমার সম্পাদক নেপাল মিত্র।