এই মুহূর্তে কলকাতা

ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুত ভারত সেবাশ্রম সংঘ। 


 

তরুণ মুখোপাধ্যায় ,১৯ মে:- ঘূর্ণিঝড় উম্পুন থেকে যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি রুখতে প্রস্তুত ভারত সেবাশ্রম সংঘের শাখা গুলি। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ইতিমধ্যেই ভারত সেবাশ্রম সংঘের সুন্দরবনের মৌসুমী দ্বীপ,নামখানা, গঙ্গাসাগর, ঘোড়ামারা, মহেন্দ্রগঞ্জ, কাকদ্বীপ সহ সুন্দরবন এলাকায় যে সমস্ত শাখা রয়েছে এবং দিঘাতে সংঘের পক্ষ থেকে ঝড়ের আগেই বহু মানুষকে উদ্ধার করে বিভিন্ন সেন্টারে রাখা হয়েছে। তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ।এর পাশাপাশি সংঘের স্বেচ্ছাসেবকরা ঐ সমস্ত শাখাগুলিতে প্রস্তুত রয়েছে ঝড়ের পর যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ও উদ্ধারকাজে।  তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলার কথা মাথায় রেখে ওই সমস্ত এলাকায় ইতিমধ্যেই পর্যাপ্ত শুকনো খাবার এবং অন্যান্য ত্রাণসামগ্রী মজুদ করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে গেছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.