স্পোর্টস ডেস্ক ,১৮ মে: রবিবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল লকডাউনের চতুর্থ পর্বে খোলা যাবে দেশের সমস্ত স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স। তবে খেলা শুরু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাঠে দর্শকরা প্রবেশ করতে পারবেন না। এবার পশ্চিমবঙ্গেও খেলাধুলো চালু করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যে সব খেলা সোশ্যাল ডিসট্যান্সিং মেনে খেলা যায় শুধুমাত্র সে গুলিকেই ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া যাবে না।
সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খেলা চলবে, তবে নো গ্যাদারিং।কেউ লন টেনিস খেলে, কেউ টেবিল টেনিস খেলে, কেউ গলফ খেলে। চার -পাঁচ জন মিলে সোশ্যাল ডিসট্যান্সিং মেনটেইন করে খেলা যায় এমন খেলা শুরু করা যাবে।’ তবে খেলার মাঠে কোনও দর্শক কে ঢুকতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।
করোনার জেরে লকডাউন শুরু হতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের সমস্ত খেলা। গোটা বিশ্বজুড়েই বন্ধ যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা। বাতিলের পথে আইপিএল। তবে দেশে লকডাউনের চতুর্থ পর্বে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। খেলার স্টেডিয়াম খোলারও অনুমতি দেওয়া হয়েছে। অন্যান্য দেশেও ধীরে ধীরে চালু হচ্ছে খেলা। তাই এবার সামাজিক দূরত্ব মেনে ভারতেও খেলা শুরুর ভাবনা ক্রীড়া দফতরের। তাই বাংলাতে লন টেনিস, টেবিল টেনিস, গল্ফ সহ কয়েকটি খেলাকে ছাড়পত্র দেওয়া হল। তবে অধিক লোকের জমায়েত হওয়া ক্রিকেট, ফুটবল ম্যাচ এখনই শুরু করা যাবে না। তবে সামাজিক দূরত্ব মেনে চাইলে অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা।