এই মুহূর্তে খেলাধুলা

হৃদরোগে আক্রান্ত অলিম্পিকে সোনাজয়ী বলবীর সিং, উপসর্গ থাকায় করোনা পরীক্ষা।

 

স্পোর্টস ডেস্ক১৩ মে:- জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কিছুদিন আগে চন্ডীগড়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অলিম্পিকে ভারতের হয়ে তিনবারের সোনাজয়ী হকি খেলোয়াড় বলবীর সিং। কিংবদন্তি বলবীরের জ্বর ছিল। জ্বর এই মুহূর্তে করোনার প্রধান উপসর্গ। সেই কারণেই অলিম্পিকে সোনাজয়ী হকি তারকার জীবনের ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বলবীর সিং সিনিয়ারের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ডাক্তাররা অবশ্য স্বস্তির খবর শোনান। বলবীর সিংয়ের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ হওয়ার পথে এগোচ্ছিলেন তিনি। বলবীরকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ফলে প্রাক্তন হকি তারকাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর অবস্থা যথেষ্ট সংকটজনক হয়ে পড়ে। তার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় পরিবারের। যদিও মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হলেও এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলবীর। সংকটজনক অবস্থা কেটেছে বলে পরিবারসূত্রে জানানো হয়েছে। চিকিৎসকরা বিশেষ ভাবে নজর রাখছেন তাঁর উপর। এই প্রাক্তন জনপ্রিয় হকি তারকার দ্রুত আরোগ্য কামনা করেছেন ক্রীড়া বিদরা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.