এই মুহূর্তে জেলা

পরিযায়ী শ্রমিক সহ আটকে পড়া মানুষজনকে নিয়ে ভেলোর থেকে বিশেষ ট্রেন এল হাওড়ায়।

 

হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে মঙ্গলবার বিকালে ২৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে আসা ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রী ছিলেন। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও এদিন ওই ট্রেনে ফিরলেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হয়। যাত্রীদের এই তদারকির দায়িত্বে ছিলেন হাওড়ার জেলাশাসক, হাওড়ার পুলিশ কমিশনার সহ সরকারি আধিকারিকরা। শারীরিক পরীক্ষায় কোনও সমস্যা না পাওয়া যাত্রীদের এরপর যে যার জেলায় পৌঁছে দেওয়ার জন্য আলাদা আলাদা বাসের ব্যবস্থা করে রাজ্য পরিবহণ নিগম। এদিন সকাল থেকেই হাওড়া স্টেশন চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় গোটা বিষয়টি দেখভাল করার জন্য। এদিন ট্রেন আসার পর যাত্রীদের থার্মাল স্ক্রিনিং দিয়ে পরীক্ষা করা হয়। স্টেশনের বাইরে সরকারি বাসে করে এদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.