এই মুহূর্তে জেলা

খোলা আকাশের নিচেই ভুমিষ্ট টুম্পার আকাশ , পাশে নেই কেউ , ভয় করোনা সংক্রমণের।


হুগলি,৯ মে:- করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে মানুষ যখন তটস্থ, লকডাউনে মানুষ যখন ঘরবন্দী , তখনই শ‍েওড়াফুলীর এক নম্বর প্ল‍্যাটফর্মের ওপর ওভার ব্রিজের ঠিক নিচে পুত্র সন্তান প্রসব করলেন প্ল‍্যাটফর্মবাসী এক মহিলা। যদিও সন্তান প্রসবের পাঁচদিন পরেও স্থানীয় প্রশাসন বা শাসকদলের কোনো কাউন্সিলর বা নেতা এই মহিলার কাছে আসেন নি। হয়তো তাঁরা সন্ধানই পান নি। কিন্তু অত‍্যন্ত গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন শেওড়াফুলির রেল কর্তা বা রেল পুলিশও কেন সদ‍্য মা হওয়া এই প্রসূতি টুম্পা পাশোয়ান ও তার শিশুর যত্ন নিতে এগিয়ে এলো না , সেটাই আশ্চর্যের। শ্রীরামপুরের দে – স্ট্রিটের বাসিন্দা মোহিত কুমার প্রতিদিন নিয়ম করে খাবার পৌঁছে দিচ্ছেন । আশঙ্কা থেকেই যায় যে, করোনা ভাইরাসের এই দাপটের সময় যেকোনো মূহুর্তে মা ও সদ‍্যজাত শিশুটির শরীরে কোনো রোগের সংক্রমণ ঘটতে পারে। তা তাদের মৃত‍্যুর দিকে ঠেলে দিতে পারে। তাই এখনই যাতে তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে ও প্রয়োজনীয় চিকিৎসার ব‍্যবস্থা করতে রেল ও রাজ‍্য প্রশাসন উদ্যোগী ভূমিকা নেয়,  সে ব‍্যাপারে তাদের অনুরোধ করছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.