এই মুহূর্তে জেলা

যদি তোর ডাক শুনে কেউ না আসে…তবে একলা চলো রে।

 

হুগলি,৮ মে:- রবীন্দ্রনাথের এই গানটি গেয়েই, চুঁচুড়া থানার ওসি,বুঝিয়ে দিলেন এই লড়াইয়ে সৈনিক ডাক্তার নার্সদের সঙ্গে তারাও। কারণ এই যুদ্ধ, মানুষকে সচেতন করার,আর সেই সচেতনতার দায়িত্ব এই মুহূর্তে যারা নিরলস ভাবে লড়াই চালিয়েছেন, একমাত্র পুলিশ প্রশাসন।কারণ এই যুদ্ধে জয় লাভ করতে গেলে একলা থাকাই একমাত্র সচেতনতা। তাই থানার আইসিকে যখন সংবর্ধিত করতে এলো কিছু মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটিকে, কবিগুরুর সেই গান গেয়ে ভরিয়ে তুললেন থানা চত্বর। সকলকে বললেন আপনারাও গলা মেলান আমার সঙ্গে। যদি তোর ডাক শুনে কেউ না আসে….তবে একলা চলো রে – উদার কণ্ঠে গেয়ে উঠলেন চুঁচুড়া থানার আইসি প্রদীপ দাঁ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.