এই মুহূর্তে খেলাধুলা

লকডাউনে কী ভাবে বাড়িতে সময় কাটাচ্ছেন বাংলার অধিনায়ক ?

 

 

সৌরভ রায় ৯,মে:- ৩০ বছর পর রঞ্জি জয়ের হাতছানি ছিল বাংলার সামনে। কিন্তু রঞ্জি ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে জয় অধরাই থেকে যায় বাংলার। রঞ্জি ফাইনালের পরই বাড়ি ফিরে গিয়েছেন ভিন রাজ্য থেকে খেলতে আসা বাংলার ক্রিকেটাররা। করোনার জেরে দেশজুড়ে লকডাউন। বন্ধ হয়ে গিয়েছে সিএবির সমস্ত ক্লাব ম্যাচও। ফলে গৃহবন্দি ক্রিকেটাররা। ফলে এখন দেরাদুনের বাড়িতেই সময় কাটাচ্ছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সারা বছর খেলা থাকায় খুব একটা সুযোগ হয় না পরিবারের সঙ্গে সময় কাটানোর। তাই এখন অনেকটাই হালকা মেজাজে বাংলার অধিনায়ক। বাড়িতে বসে টিভি দেখা, গান শোনা, অনলাইনে মুভি দেখা, বাড়ির লোকের সঙ্গে গেম খেলছেন অভিমন্যু। পাশাপাশি নিজেকে শারীরিক ভাবে ফিট রাখতে জিম থেকে শুরু করে বিভিন্ন কৌশল বাড়িতেই খুঁজে নিচ্ছেন তিনি। আপাতত অনুশীলন বন্ধ থাকলেও খেলার উপর খুব একটা প্রভাব পড়বে বলে মনে করেন না ঈশ্বরণ। লকডাউন পরিস্থিতিতে সরকারের নির্দেশ মেনে আপাতত বাড়িতেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অভিমন্যু ঈশ্বরণ বলেন ” আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের দেশ করোনা মুক্ত হবে। আবার স্বাভাবিক জীবনে ফিরে আসব আমরা।” উল্লেখ্য দেশের করোনা পরিস্থিতিতে দেরাদুন পুলিশকে আড়াই লক্ষ টাকা তুলে দেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সীমান্তবর্তী এলাকায় দুঃস্থদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। পাশাপাশি ১০০ এর অধিক সংখ্যক দুঃস্থ পরিবারের হাতে খাদ্য ও রেশন সামগ্রী তুলে দেন বাংলার অধিনায়ক।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.