হুগলি,৭ মে:- আজ হুগলি জেলা এনফর্সমেন্ট চন্দনগর ব্রাঞ্চের আধিকারিকরা সুত্র জানতে পারে চন্দননগর বউ বাজারে বেআইনি গম মজুদ করা হয়েছে সেইমতো আজ সকালে তারা হানা দেয় একটা দোকানে হানা দেয় সঞ্জীব এন্ড সজিব এন্টারপ্রাইজ প্রোপাইটার রাজারাম শর্মা রোলিং আটা ভাংগানোর মেশিন ও গমের খোসা ছাড়ানো দোকানে। এবং সাধারণ ক্রেতারা গম নিয়ে আসে এবং তার বিনিময়ে এখান থেকে আটা দিয়ে দেয়া হয় বলে জানা যায় । ল এই বেআইনি গম কিসের জন্য দোকানে মজুদের ব্যাপারে দোকানদার বলেন ভদ্রেশ্বর অ্যাঙ্গাস এক ব্যবসায়ীর কাছ থেকে এই মাল কিনেছেন তিনি গম বিজনেস করে এবং সূত্র মারফত জানতে পারা যায় ভদ্রেশ্বর ওই মালিক মালদা গাজোল লরি করে নিয়ে আসে এই গম এবং রাজারাম শর্মাকে বিক্রি করে। । আধিকারিকরা বিলটি দেখে সেটা রেজিস্টার বিল নয় বলে জনান। ওখান থেকে ২৪৯ বস্তা গম সিজ করা হয়েছে এবং খালি ২৫ বস্তা পাওয়া গেছে এবং এবং প্রয়োজনীয় নথি যেমন ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স সমস্ত কপি নিয়ে রিস্টোর নথিভূক্ত করে আধিকারিকরা। পরে ভদ্রেশ্বর থানা পুলিশ আধিকারিকরা এসে দোকানের মালিক রাজারাম শর্মাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সূত্রে জানা যায় সরকারি বস্তার স্ট্যাম্প পাওয়া যায় সেখানে গভমেন্ট অফ হরিয়ানা , গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, গভমেন্ট অফ পাঞ্জাবের, একাধিক বস্তার গায়ে স্ট্যাম্প পাওয়া যায়। এবং বস্তার উপরে স্বচ্ছ ভারতের এর লোগো রয়েছে।