স্পোর্টস ডেস্ক,৭ মে:- অবশেষে সব জল্পনার অবসান। ইতালিতে করোনা আবহের মধ্যেই বুধবার থেকে অনুশীলনে নেমে পড়ল জুভেন্টাস। কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে ইতালি। জুভেন্টাসের অফিশিয়াল টুইটারে ছবি পোস্ট করে সেই বার্তা দিল ক্লাব। তবে সরকারের নিয়ম মেনেই অনুশীলন হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইতালিতে ফেরার পর দু’সপ্তাহের কোয়ারিন্টিনে রয়েছেন। হয়তো এটা শেষ হলে তিনিও নামবেন অনুশীলনে। তবে প্রথম দিন থেকেই অনুশীলনে নেমে পড়লেন অধিনায়ক জর্জিও চিলেনি ও লিওনার্দো বুনুচ্চি। সকলেই ফেস মাস্ক পরেই ক্লাবে পৌঁছন। অনুশীলনের সময় অবশ্য স্বাভাবিক ভাবেই করেন। এই দু’জন ছাড়াও যোগ দেন অ্যারন রামসে ড্যানিয়েল রুগানিসহ আরও বেশ কয়েকজন।
জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকলের পরীক্ষা করা হয় যাঁরা প্রথম পর্বে অনুশীলনে নামছেন। জুভেন্টাসের মেডিক্যাল টিমই সবার পরীক্ষা করেন। এতদিন অনুশীলনের বাইরে থাকায় সকলেরই ফিটনেসে অল্পবিস্তর ঘাটতি তৈরি হয়েছে। জুভেন্টাসের মতো অনেক বড় ক্লাবই অনুশীলন শুরু করেছেন। তার মধ্যে রয়েছে আটলান্টা, বোলোগনা এবং উদিনেস। মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করেছেন এই ক্লাবগুলোও। তবে দেশের ক্রীড়ামন্ত্রী সাবধান করে দিয়েছেন ক্লাবগুলোকে। ১৮ মে পর্যন্ত দলবদ্ধভাবে ট্রেনিং যেন না করা হয়। আপাতত সবাই আলাদা আলাদাই ট্রেনিং করছেন। উল্লেখ্য কোভিড-১৯-এর দাপটে ইতালিতে ২৯ হাজারের উপর মানুষের মৃত্যু হয়েছে।