এই মুহূর্তে জেলা

হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে খুলল ব্যাঙ্ক। গ্রাহকদের লম্বা লাইন।

 

হাওড়া,৬ মে:- মানুষের অসুবিধার কথা মাথায় রেখে হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা ব্যাঙ্কগুলিকে আজ থেকে শর্তসাপেক্ষে খোলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এই নির্দেশ আসার পরই কন্টেনমেন্ট এলাকার বাইরে রয়েছে এমন ব্যাঙ্কগুলি আজ বুধবার থেকে খোলা হয়েছে। ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই এদিন বিভিন্ন ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ে। বিশেষ করে মাসের শুরুতে পেনশনের টাকা থেকে শুরু করে অফিসের বেতনের টাকা অনেকেই এবার তুলতে পারেননি। এতে সংসার চালাতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। এই পরিস্থিতির কথা বিবেচনা করেই হাওড়ায় কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা ব্যাঙ্কগুলিকে আজ থেকে খুলে দেওয়া হয়েছে। তবে ব্যাঙ্ক খোলা হলেও কিছু বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। গ্রাহকদের লাইনে দূরত্ব-বিধি মেনে চলতে বলা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্কের ভিতরেও কর্মী সহ গ্রাহক সংখ্যা একসঙ্গে সাতের বেশি যাতে না হয় তা দেখতে বলা হয়েছে। গ্রাহকদের আশঙ্কা যদি আবার ব্যাঙ্ক বন্ধ হয়ে যায় তাই সকাল থেকেই হাওড়ায় ব্যাঙ্কের সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.