সৌরভ রায়,৭ মে:- করোনা পরিস্থিতিতে আইপিএল এর ভবিষ্যত অনিশ্চিত। এ বছরে আদৌ টুর্নামেন্ট হবে কিনা কোনও ঠিক নেই। আইপিএল হলে এখন চার-ছয় হাঁকিয়ে বা ভালো উইকেট কিপিং করে দর্শকদের আনন্দ দিতেন তাঁরা। কিন্তু এখন ক্রিকেট থেকে অনেক দূরে বাড়িতেই সময় কাটাচ্ছেন ভারতীয় দলের সেরা উইকেটরক্ষক তথা বাংলার ছেলে ঋদ্ধিমান সাহা ও বাংলার উইকেটরক্ষক শ্রীবৎস গোস্বামী। এবারে আইপিএলে হায়দরাবাদের দলে ছিলেন শ্রীবৎস। তবে আপাতত হাওড়ার বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। বাড়িতে জিমের ব্যবস্থা থাকায় প্রতিদিন বাড়িতেই ফিটনেস ধরে রাখতে জিম ও ব্যায়াম করছেন। পাশাপাশি বই পড়া, গান শোনা, মুভি দেখা। আর সঙ্গে বাড়ির বাগানে মালির কাজও সামলাচ্ছেন এই তারকা ক্রিকেটার। করোনায় দুঃস্থদের পাশে দাঁড়াতে সেবা কাজও করছেন শ্রীবৎস।
বাড়ির কাছে লিলুয়ায় ৫০ জন দুঃস্থ মানুষকে চাল,ডাল, আলু ও তেল দিয়ে সাহায্য করেছেন। পাশাপাশি রাজ্য সরকারের তহবিলেও আর্থিক সাহায্য করেছেন তিনি। এছাড়া করোনা যুদ্ধে জয়ী হতে প্রশাসনের নির্দেশ মেনে মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন বাংলার এই উইকেটরক্ষক। অন্যদিকে বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতীয় দলের সুপারম্যান ঋদ্ধিমান সাহা। সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন ঋদ্ধি। ছেলে মেয়ের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাড়ির কাজেও স্ত্রীকে সাহায্য করছেন তিনি। চেয়ারের উপর উঠে ফ্ল্যাটের সব ফ্যান পরিষ্কার করছেন ঋদ্ধিমান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুপারম্যান উইকেটকিপার লিখেছেন, ‘দেখুন লকডাউনে পরিবার ও কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে চলছি।’ পাশাপাশি পাপালি লকডাউন মেনে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।