এই মুহূর্তে জেলা

মেয়াদ শেষে পৌরসভা গুলিতে প্রশাসক বসলেও , সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার পুর-সদস্যদের।

চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর পরিষেবা দেওয়া যাবে তাই নিয়ে চিন্তিত পুরবাসীরা। ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন নিয়ম অনুযায়ী পুরসভা গুলির মেয়াদ শেষ হলে সেখানে প্রশাসক বসে। কিন্তু এই বিশাল সংখ্যক পুরসভা গুলিতে মেয়াদ শেষে প্রশাসক বসলেও মানুষ কতটা পরিষেবা পাবেন তাই নিয়ে অনেকেই চিন্তিত । পরিষেবা দেওয়ার জন্যই পৌর নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন মানুষে কে পরিষেবা দেবার দেবার জন্য। এখন যারা নির্বাচিত প্রতিনিধি তারা যেমন সবসময় মানুষের আছেন যদি কাউন্সিলর পদ নাও থাকে তবুও আমরা মানুষের পাশেই থাকব আর যিনি প্রশাসক বসবেন তার সঙ্গে সহযোগিতা করে পরিসেবা দেওয়ার কাজে আমরা নিজেদের নিয়োজিত করব । আমরা আশা করব সরকার সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। অন্যদিকে রিষড়া পুরসভার কাউন্সিলর মনোজ গোস্বামী জানালেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা চিরদিন সেই কাজই করে যাব । আর এই বর্তমান পরিস্থিতিতে পৌরসভার গুলির মেয়াদ শেষে প্রশাসক বসবে এটাই নিয়ম । কিন্তু আমরা এতদিন যে পরিষেবা মানুষকে দিয়ে এসেছি , দিদির নির্দেশমতো কাজ করেছি, যা আমরা অতীতেও করেছি বর্তমানে ও করছি আগামী দিনেও মানুষের সাথে মানুষের পাশে থাকব।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.