চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর পরিষেবা দেওয়া যাবে তাই নিয়ে চিন্তিত পুরবাসীরা। ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন নিয়ম অনুযায়ী পুরসভা গুলির মেয়াদ শেষ হলে সেখানে প্রশাসক বসে। কিন্তু এই বিশাল সংখ্যক পুরসভা গুলিতে মেয়াদ শেষে প্রশাসক বসলেও মানুষ কতটা পরিষেবা পাবেন তাই নিয়ে অনেকেই চিন্তিত । পরিষেবা দেওয়ার জন্যই পৌর নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন মানুষে কে পরিষেবা দেবার দেবার জন্য। এখন যারা নির্বাচিত প্রতিনিধি তারা যেমন সবসময় মানুষের আছেন যদি কাউন্সিলর পদ নাও থাকে তবুও আমরা মানুষের পাশেই থাকব আর যিনি প্রশাসক বসবেন তার সঙ্গে সহযোগিতা করে পরিসেবা দেওয়ার কাজে আমরা নিজেদের নিয়োজিত করব । আমরা আশা করব সরকার সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। অন্যদিকে রিষড়া পুরসভার কাউন্সিলর মনোজ গোস্বামী জানালেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা চিরদিন সেই কাজই করে যাব । আর এই বর্তমান পরিস্থিতিতে পৌরসভার গুলির মেয়াদ শেষে প্রশাসক বসবে এটাই নিয়ম । কিন্তু আমরা এতদিন যে পরিষেবা মানুষকে দিয়ে এসেছি , দিদির নির্দেশমতো কাজ করেছি, যা আমরা অতীতেও করেছি বর্তমানে ও করছি আগামী দিনেও মানুষের সাথে মানুষের পাশে থাকব।
Related Articles
অমানবিকতার ঘেরাটোপে করোনা যোদ্ধা , শ্রীরামপুরে একঘরে স্বাস্থ কর্মীর পরিবার।
হুগলি , ৩১ জুলাই:- পরিবারের ছোট বোন করোনা পজিটিভ হয়ে কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি । কিন্তু তার বাড়ি শ্রীরামপুরের ২৫ নং ওয়ার্ডের গাঙ্গুলিবাগান বাড়িকে ‘করোনা বাড়ি’ আখ্যা দিয়ে পাড়ায় একঘরে করে রেখে দিয়েছে। পাড়ার গলির মুখে দড়ি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে । এমনকী বাড়ির পাশে পৌরসভার জলের কলকে প্লাস্টিক দিয়ে মুখ বন্ধ […]
নিজের জমিতে রাস্তা তৈরিতে বাঁধা , বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ঘরবন্দি করে দেওয়া হলো পরিবারটি কে।
মাথাভাঙ্গা, ২৮ সেপ্টেম্বর:- বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত প্রধান মহাদেব বিশ্বাস বুথে কলি যুগেও যেন মধ্যে যুগের বর্বরতা ঠিক যেন তালিবানি বা সমাজ শাসন ব্যবস্থার আদব কায়দায় এক ঘরে করে বাঁশের বেরিগেট দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হল নিত্যলাল সরকার নামে এক দিন মজুর পরিবারকে। জানাযায় ১০০ দিনের কাজের রাস্তা নিয়ে জমি সংক্রান্ত বিবাদ জেরে, মুষ্টিমেয় […]
নজরদারি বাড়াতে শহর জুড়ে সাড়ে পাঁচ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।
কলকাতা, ১২ জুন:- নজরদারি বাড়াতে শহর জুড়ে আরও সাড়ে ৫ হাজার সিসিটিভি ক্যামেরা বসাতে চলেছে লালবাজার।নির্ভিয়া প্রকল্পের দ্বিতীয় দফায় এই ক্যামেরা বসানোর জন্য ৩৯ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। কাজের ওয়ার্ক অর্ডারও জারি হয়ে গেছে। পুজোর আগেই এই ক্যামেরা বসানোর কাজ শেষ হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যদিও এই ক্যামেরা বসানোর প্রক্রিয়া অনেক […]