মুর্শিদাবাদ,২ মে:- মুর্শিদাবাদের মুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনাসি গ্রামের রেশন ডিলার হালিম শেখ কম পরিমাণ সামগ্রী দিচ্ছেন বলে অভিযোগে শুরু হয় বিক্ষোভের জেরে রেশন ডিলারের বাড়ির সামনে থাকা কিছু সামগ্রীতে আগুন ধরিয়ে দেয় জনতা। ভাঙুচুর হয় ডিলারের বাড়িতে। শনিবার সকালে প্রতিবাদ জানাতে একজোট হন এলাকার মানুষ। রেশন দোকানের সামনে শুরু হয় বিক্ষোভ। এতেই উত্তেজনা ছড়ায়। ওই রেশন ডিলারের দোকান লাগোয়া তাঁর বাড়ি। দোকান ও বাড়িতে ভাঙচুর করে। জিনিসপত্র বার করে এনে তাতে আগুন ধরিয়ে দেয়।হালিম শেখ দাবি করেন,‘‘সরকার নির্ধারিত খাদ্যসামগ্রীই বিলি করা হচ্ছিল। বিভিন্ন কার্ডের গ্রেড অনুযায়ী রেশন থেকে জিনিস পান গ্রাহকেরা। সবাই তো সমান পরিমাণ পান না। তাই নিয়ে ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা।’’ ঘটনাস্থলে বাহিনী নিয়ে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার অনীশ সরকার। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা জানিয়েছেন, ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।