মালদা,৩০ এপ্রিল:- একদিকে গ্রীন জোন থেকে অরেঞ্জ জোন এ পরিণত হয়েছে মালদা জেলা এর ফলে জেলা পুলিশের মধ্যে তৎপরতা দেখা দিয়েছে লকডাউন কে সঠিকভাবে রূপায়িত করতে। এই উদ্দেশ্যেই আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ তুলসিহাটা এলাকায় নাকা চেকিং শুরু করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচল গামি ৮১ নম্বর জাতীয় সড়কের উপর সকাল থেকেই নাকা চেকিং শুরু হয়। নাকা চেকিং চলাকালীন অপ্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া ও লকডাউন অমান্যকারী এমন ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় সাতখানা বাইক। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান আমরা আজ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালিয়ে যাব। আজকে লকডাউন ভঙ্গ কারি ১৪ জনকে আমরা গ্রেপ্তার করেছি তার সাথে সাতটি বাইক আটক করেছে। এদিন নাকা ছেকিং চালিয়ে যাওয়ার পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ পথচারীদের মাস্ক ও বিলি করেন।








