হাওড়া,৩০ এপ্রিল:- আগামী ১ মে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান এবার করোনা পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এবছর পয়লা মে তারিখে রামকৃষ্ণ মিশনের ১২৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেলুড় মঠ এবং বলরাম মন্দিরে কোনও অনুষ্ঠান হবে না।