এই মুহূর্তে জেলা

হঠাৎ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপের বেশকিছু এলাকা !!

 

দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- মাঝেরহাট থেকে টানা ঝড়-বৃষ্টির জেরে সাগরদ্বীপের একাধিক এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে! মূলত তারা সম্মতিনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে মাটির ঘর, ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজ! মাটির ঘর ভেঙে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ! সেই অবস্থায় সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এলো সাগর থানার পুলিশ আধিকারিক, সাগর থানার ওসি বাপি রায় এর উদ্যোগে পুলিশকর্মীরা আশ্রয়হীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাদের হাতে তুলে দিলেন ত্রিপল।উল্লেখ্য গতকাল রাত থেকে সাগরের একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয় ঝড়-বৃষ্টির জেরে সুমতি নগর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ঘর বাড়ি ভেঙে পড়ে, মূলত মাটির ঘর ভেঙে যায়, এলাকার মৌল অর্থকরী ফসল পান! পানের বরজ ঝড়ের দাপটে তছনছ হয়ে গিয়েছে বরজ! নষ্ট হয়ে গিয়েছে পান, সেই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা ! অন্যদিকে সাগরের একাধিক জায়গায় জোয়ারের জল উঠে বাঁধ ভাঙার খবর পাওয়া গিয়েছে মৃত্যুঞ্জয় নগর এলাকায় সাগরের পাড় ভেঙে গেছে ফলে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।
একদিকে লকডাউন এর জেরে বাড়ির বাইরে বের হচ্ছেন না কোন মানুষ, সেই অবস্থায় কোন রকমে জীবন যাপন করছিলেন তারা ঠিক তারই মাঝে প্রবল ঝড়-বৃষ্টির জেরে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ!! নিরাশ্রয় হয়েছেন অনেকেই। তবে সেইসব সাধারণ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন সাগর থানার পুলিশ আধিকারিক! পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই সাগর থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার রা পৌঁছে গেছেন ক্ষতিগ্রস্ত এলাকায়! এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি যে কোনো অসুবিধায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.