এই মুহূর্তে জেলা

অনাড়ম্বর ভাবে পালিত হলো জগন্নাথ দেবের চন্দন উৎসব।

 

হুগলি,২৬ এপ্রিল:- ভিড় উপচে পরছে মন্দির চত্ত্বরে, চন্দন উৎসব চাক্ষুষ করতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে, তিল ধারনের জায়গা নেই কোনো, হা.. প্রতিবারের এই ছবিটাই দেখা যেত হুগলির মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবারে সে চিত্র আর নেই, সকাল থেকে নেই কোনো ভিড়, নেই কোন আরম্বর। তাই বিনা আরম্বরেই কোনো রকমে নম : নম: করে এবারে পালিত হলো মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক চন্দন উৎসব।মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, আজকের এই অক্ষয় তৃতীয়ার দিনেই প্রভুর চন্দন উতসব পালিত হয়।এই চন্দন উৎসবের মধ্যে দিয়ে রথযাত্রার সুচনা হয়।এই প্রথম এখানে কোনো আরম্বর ছাড়াই এই উতসব পালন করা হলো। সকালে প্রভুর দেহে চন্দন লেপন করা হলো। সামনের ২৩ জুন রথযাত্রা , এরকম চলতে থাকলে কিভাবে রথযাত্রা হবে সেটাই চিন্তার বিষয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.