এই মুহূর্তে জেলা

হাওড়ায় হটস্পট এলাকায় গোষ্ঠী সংক্রমণ আটকাতে এবার রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ।

 

হাওড়া,২৪ এপ্রিল:- হাওড়ায় হটস্পট এলাকায় গোষ্ঠী সংক্রমণ আটকাতে এবার রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ও এপিডেমিওলজিস্টদের পরামর্শ ও গাইডলাইন মেনে কাজ করা হবে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে এ খবর জানা গেছে। বৃহস্পতিবার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ২ জন সিনিয়র চিকিৎসক (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর) হাওড়ায় আসেন। তাঁরা জেলা স্বাস্থ্য দপ্তর ও হাওড়া পুরনিগমের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও অফিসারদের সঙ্গে এদিন এক বৈঠক করেন। করোনার প্রকোপ রুখতে হাওড়ায় কিভাবে কাজ হচ্ছে তা খতিয়ে দেখেন এরা। এখনও পর্যন্ত জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া তাও খাতিয়ে দেখেন তাঁরা। আগামী দিনে গোষ্ঠী সংক্রমণের হাত থেকে হাওড়াকে বাঁচাতে কী কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়েও বেশ কিছু পরামর্শ দেন তাঁরা। এই বিশেষজ্ঞদের প্রস্তাব মেনেই এখন থেকে হাওড়ায় কাজ হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস বলেন, হাওড়ায় সংক্রমণ ঘটছে হটস্পট এলাকাগুলি থেকেই। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাওড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ১০৫। মোট ৮৩৪ জনের পরীক্ষা হয়েছে। হাওড়াতেও কয়েকজন মারা গিয়েছেন। ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। শহরের মধ্যে মালিপাঁচঘড়া, শিবপুর, গোলাবাড়ি ও হাওড়া থানা এলাকায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এছাড়া সাঁকরাইল ও বালি-জগাছা ব্লকেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এদের মধ্যে কিছুজনের বিদেশ ভ্রমন বা ভিন রাজ্যের যোগ পাওয়া যায়নি। তাদের কিভাবে সংক্রমণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে কিছু নির্দেশ দিয়েছেন। কি কি আরও পদক্ষেপ নিতে হবে তাও বলেছেন। এখন থেকে সেই অনুযায়ী কাজ হচ্ছে। আশা করা হচ্ছে তৃতীয় পর্যায়ে যাওয়ার আগেই সংক্রমণকে আটকে ফেলতে পারবো। গোষ্ঠী সংক্রমণ আটকে ফেলা সম্ভব হবে। পাশাপাশি, বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, হাওড়ায় নতুন সংক্রমণের হার সামান্য হলেও কমেছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.