সুদীপ দাস,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কে বেশকিছু বাবুদের বাড়িতে ঢোকা বন্ধ হয়েছে। হাতেগোনা কয়েকজন বাবুদের বাড়িতে এখনও থালা-বাসন মেজে কোনমতে চলছে সংসার। লকডাউনের দাপটে স্বামীরাও আজ কাজ হারা। ভোররাতে ঘুম থেকে উঠে বাবুদের বাড়িতে গিয়ে শুরু হয় বাসন মাজা, জামাকাপড় কাঁচা। সবকিছু বুঝিয়ে-সুঝিয়ে ঘড়ে আসতে-আসতে বেলা হয়ে যায়। তারপর নিজের বাড়ির উঁনুনে হাঁড়ি চড়ে। এখন যে স্বামীও ঘরে উঠে বসেছে। তবে তাতে কি! নিজের সামান্য রোজগারেই স্বামী সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার পাশাপাশি এলাকার হতদরিদ্রদেরও এখন অন্নদাতা হয়ে উঠেছেন চুঁচুড়া কনকশালীর দুই বোন টুম্পা ও মীরা। টুম্পা দাসের স্বামী রবি দাস পেশায় ভ্যান চালক আর মীরা মালের স্বামী পেশায় জোগারে। লকডাউনের বাজারে দু’জনেই কাজ হারা। দু’জনের সংসারেরই বর্তমানে হাল ধরেছেন দুইবোন।
লকডাউনের বাজারে যখন মানুষ খাবার জোগার করে রাখতে ব্যাস্ত, তখন হতদরিদ্র এই দুই বোন নিজেদের সংসার সামলে তাঁদের থেকেও দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। টুম্পা ও মীরার বক্তব্য লকডাউনে সকলের পাশাপাশি আমাদের অবস্থাও খারাপ। তবে আমাদের সংসার ছোট। আমরা রাজ্য সরকারের দেওয়া রেশনের পাশাপাশি এই পরিস্থিতিতে বাবুদের বাড়ি থেকেও কিছু খাদ্য সমাগ্রী পাচ্ছি। আবার কাজে যাওয়ার পথে এখানে সেখানে কিছু ক্লাব সংগঠন আমাদের দিকে খাদ্যসামগ্রী ভর্তি প্যাকেট এগিয়ে দিচ্ছেন। তাতে আমাদের ডাল-ভাত জুটে যাওয়ার পরও কিছুটা বর্ধিত থেকে যাচ্ছে। সেটা আমাদের এলাকায় যারা কিছুই পাচ্ছে না তাঁদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাই সকলেই কমবেশী খেয়ে বাঁচুক। উপরওয়ালার প্রতি আমাদের বিশ্বাস আমাদের হাঁড়ি একেবারে শূন্য হবে না। তাই প্রায় প্রতিদিন বর্ধিত খাদ্যসামগ্রী ভর্তি ব্যাগ নিয়ে দুই বোন বেড়িয়ে পড়ছেন অন্যদের মুখে হাসি ফোটাতে। বাড়ি-বাড়ি গিয়ে নিজেদের ব্যাগ থেকে চাল, আলু বাটিতে করে ঢেলে দিচ্ছেন অন্যের ব্যাগে। চুঁচুড়া কনকশালীর ছবিতা মন্ডলের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করেন মীরা মাল। সেই ছবিতা দেবী বলেন এ যেন ভিখারির ভিক্ষা দান! ওঁরা সত্যিই অনেক বড় মাপের মানুষ। বেঁচে থাকুক মীরা-টুম্পারা!বেঁচে থাকুক মানবিকতা-মানসিকতা! করোনা মোকাবিলায় কিছু করতে পারুক বা নাই পারুক, ইচ্ছা থাকলে লকডাউন মোকাবিলায় যে অনেক কিছুই করা যায়, নিজে ছোট হয়েও সমাজকে অনেক বড় বার্তা দেওয়া যায়! প্রতিদিন অন্যের ব্যাগ ভরে তাই প্রমান করছেন মীরা-টুম্পারা !!Related Articles
বিষ্ণুপুরে বাঁকুড়া জেলা পুরহিতদের বিভিন্ন দাবি নিয়ে মহামিছিল
বাঁকুড়া, ৬ ফেব্রুয়ারি:- পুরোহিত ভাতা সহ জেলার পুরোহিতদের জন্য জীবনবিমা এবং গরিব ব্রাম্ভণ পুরোহিতদের জন্য পাকা বাড়ি করে দেওয়ার দাবি জানিয়ে শনিবার বিষ্ণুপুর শহরে বাঁকুড়া জেলা সনাতন ব্রাম্ভণ সমিতির প্রায় হাজার খানেক সদস্য মহা মিছিল করলেন। এদিন শহরের যদুভট্ট মঞ্চর সামনে থেকে ঢাক বাজিয়ে তাঁদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে মিছিল শহর পরিক্রমা করে। […]
গরমে রাস্তাতেই অসুস্থ হয়ে মৃত্যু।
হাওড়া, ২০ এপ্রিল:- রাস্তাতেই অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হলো ভবঘুরে এক ব্যক্তির। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া দীঘা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ সূত্রের খবর, হাওড়া দীঘা বাসস্ট্যান্ডে এদিন দুপুরে তিনি অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন। পুলিশ কর্মীরা খবর পেয়ে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা […]
সাইকেল চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো ‘চোর’।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- হাওড়া জেলা হাসপাতালে গাড়ি পার্কিং এলাকায় ঢুকে সাইকেল চুরি করে পালাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। সোমবার বিকেলে ওই ঘটনা ঘটে। গাড়ি পার্কিং এর দায়িত্বে থাকা বিনোদ সিং এদিন হাতেনাতেই সাইকেল চুরির অপরাধে ওই ব্যক্তিকে ধরেন। এরপর হাওড়া থানায় খবর দিলে পুলিশ এসে চুরির অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। […]








