সুদীপ দাস,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কে বেশকিছু বাবুদের বাড়িতে ঢোকা বন্ধ হয়েছে। হাতেগোনা কয়েকজন বাবুদের বাড়িতে এখনও থালা-বাসন মেজে কোনমতে চলছে সংসার। লকডাউনের দাপটে স্বামীরাও আজ কাজ হারা। ভোররাতে ঘুম থেকে উঠে বাবুদের বাড়িতে গিয়ে শুরু হয় বাসন মাজা, জামাকাপড় কাঁচা। সবকিছু বুঝিয়ে-সুঝিয়ে ঘড়ে আসতে-আসতে বেলা হয়ে যায়। তারপর নিজের বাড়ির উঁনুনে হাঁড়ি চড়ে। এখন যে স্বামীও ঘরে উঠে বসেছে। তবে তাতে কি! নিজের সামান্য রোজগারেই স্বামী সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার পাশাপাশি এলাকার হতদরিদ্রদেরও এখন অন্নদাতা হয়ে উঠেছেন চুঁচুড়া কনকশালীর দুই বোন টুম্পা ও মীরা। টুম্পা দাসের স্বামী রবি দাস পেশায় ভ্যান চালক আর মীরা মালের স্বামী পেশায় জোগারে। লকডাউনের বাজারে দু’জনেই কাজ হারা। দু’জনের সংসারেরই বর্তমানে হাল ধরেছেন দুইবোন।
লকডাউনের বাজারে যখন মানুষ খাবার জোগার করে রাখতে ব্যাস্ত, তখন হতদরিদ্র এই দুই বোন নিজেদের সংসার সামলে তাঁদের থেকেও দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। টুম্পা ও মীরার বক্তব্য লকডাউনে সকলের পাশাপাশি আমাদের অবস্থাও খারাপ। তবে আমাদের সংসার ছোট। আমরা রাজ্য সরকারের দেওয়া রেশনের পাশাপাশি এই পরিস্থিতিতে বাবুদের বাড়ি থেকেও কিছু খাদ্য সমাগ্রী পাচ্ছি। আবার কাজে যাওয়ার পথে এখানে সেখানে কিছু ক্লাব সংগঠন আমাদের দিকে খাদ্যসামগ্রী ভর্তি প্যাকেট এগিয়ে দিচ্ছেন। তাতে আমাদের ডাল-ভাত জুটে যাওয়ার পরও কিছুটা বর্ধিত থেকে যাচ্ছে। সেটা আমাদের এলাকায় যারা কিছুই পাচ্ছে না তাঁদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাই সকলেই কমবেশী খেয়ে বাঁচুক। উপরওয়ালার প্রতি আমাদের বিশ্বাস আমাদের হাঁড়ি একেবারে শূন্য হবে না। তাই প্রায় প্রতিদিন বর্ধিত খাদ্যসামগ্রী ভর্তি ব্যাগ নিয়ে দুই বোন বেড়িয়ে পড়ছেন অন্যদের মুখে হাসি ফোটাতে। বাড়ি-বাড়ি গিয়ে নিজেদের ব্যাগ থেকে চাল, আলু বাটিতে করে ঢেলে দিচ্ছেন অন্যের ব্যাগে। চুঁচুড়া কনকশালীর ছবিতা মন্ডলের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করেন মীরা মাল। সেই ছবিতা দেবী বলেন এ যেন ভিখারির ভিক্ষা দান! ওঁরা সত্যিই অনেক বড় মাপের মানুষ। বেঁচে থাকুক মীরা-টুম্পারা!বেঁচে থাকুক মানবিকতা-মানসিকতা! করোনা মোকাবিলায় কিছু করতে পারুক বা নাই পারুক, ইচ্ছা থাকলে লকডাউন মোকাবিলায় যে অনেক কিছুই করা যায়, নিজে ছোট হয়েও সমাজকে অনেক বড় বার্তা দেওয়া যায়! প্রতিদিন অন্যের ব্যাগ ভরে তাই প্রমান করছেন মীরা-টুম্পারা !!Related Articles
ধুপগুড়ি কেন্দ্রের উপনির্বাচনে আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের।
কলকাতা, ৩০ আগস্ট:- ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আরো ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন। ৭ কোম্পানি বিএসএফ, তিন কোম্পানি করে সিআরপিএফ এবং সীমা সুরক্ষা বল এবং ২ কোম্পানি আইটিবিপি জওয়ান মোতায়েন করা হয়েছে। এর ফলে ওই কেন্দ্রে সব মিলিয়ে ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হল। ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন। আর এক সপ্তাহ বাকি […]
রায়নাকেও প্রধানমন্ত্রীর চিঠি , পাল্টা মোদীকে চিঠি ভারতীয় তারকার ।
স্পোর্টস ডেস্ক, ২১ আগস্ট:- অবসর ঘোষণার পর মহেন্দ্র সিংহ ধোনির মতো সুরেশ রায়নার কাছেও এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি । তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সুরেশ রায়না । ধোনির মতো ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রায়নাও । তার পর ধোনির মতো বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের কাছেও পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রীর দুই পাতার চিঠি […]
দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ।
কলকাতা , ২০ ডিসেম্বর:- দুবছর পর করোনা শূন্য বড়দিন ও বর্ষবরণে মেতে উঠবেন রাজ্যের মানুষ। সঙ্গতভাবেই এবার শীত উত্সবের উদযাপন হবে দ্বিগুণ। সেই উত্সবের ঘণ্টা বেজে যাচ্ছে বুধবার থেকেই। এদিনই পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে বড়দিনের উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উত্সব এবার বারো বছরে পা দিচ্ছে। তার আগেই অবশ্য ঝলমলে আলোয় সেজে […]