এই মুহূর্তে জেলা

নিম্নমানের চাল ডালে পোকা , রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।


নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ নিম্নমানের চাল ডালে পোকা এবং সেই সাথে আলু পচা।এই অভিযোগে সোমবার নদিয়ার রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।ঘটনা এদিন সকাল ১১ টা নাগাদ পুলিননগর প্রাইমারী স্কুলের ১২৪ নম্বর অঙনওয়ারী কেন্দ্রের। দিদিমনি মালা প্রামানিক আজ ওই ওই শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বস্তা খুলে চাল ডাল আলু বিতরন করেন।অনেকে সামগী নেবার পরে বাড়ি গিয়ে দেখেন চাল,ডালে পোকা ও আলু পচা।এরপর গ্রামের মহিলারা ওই অংগনওয়াড়ী কেন্দের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট ১ নং বিডিও আধিকারিক,সি ডি পি ও আধিকারিক,সুপারভাইজার ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব। গ্রামের মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবার নিম্নমানের ছাড়াও ঠিকমত দিদিমনি ও হেল্পার নিয়মিত আসেন না।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ বাহিনী।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কতৃপক্ষের সকলের উপস্থিতিতে ওই ICDS কর্মীকে শোকজ করেন CDPO মদন কুমার দাস। দিদিমনি না বুঝে দেখে সকলকে এই নিম্নমানের দুর্গন্ধ খাবার সামগ্রী দেওয়ায় ক্ষমা প্রার্থী সকলের কাছে।পরে পাশের একটি অন্য সেন্টার থেকে নতুন করে চাল ডাল আলু নিয়ে এসে সকল মায়েদের বিতরন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জদিও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চাল, ডাল খারাপ হয়েগেছে বলে জানান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু পাল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.