নিজস্ব সংবাদাতা, নদিয়াঃ নিম্নমানের চাল ডালে পোকা এবং সেই সাথে আলু পচা।এই অভিযোগে সোমবার নদিয়ার রানাঘাট থানার পুলিননগর এলাকায় বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।ঘটনা এদিন সকাল ১১ টা নাগাদ পুলিননগর প্রাইমারী স্কুলের ১২৪ নম্বর অঙনওয়ারী কেন্দ্রের। দিদিমনি মালা প্রামানিক আজ ওই ওই শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বস্তা খুলে চাল ডাল আলু বিতরন করেন।অনেকে সামগী নেবার পরে বাড়ি গিয়ে দেখেন চাল,ডালে পোকা ও আলু পচা।এরপর গ্রামের মহিলারা ওই অংগনওয়াড়ী কেন্দের সামনে বিক্ষোভে ফেটে পড়েন।এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট ১ নং বিডিও আধিকারিক,সি ডি পি ও আধিকারিক,সুপারভাইজার ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব। গ্রামের মহিলাদের অভিযোগ দীর্ঘদিন ধরে খাবার নিম্নমানের ছাড়াও ঠিকমত দিদিমনি ও হেল্পার নিয়মিত আসেন না।খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ বাহিনী।এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। কতৃপক্ষের সকলের উপস্থিতিতে ওই ICDS কর্মীকে শোকজ করেন CDPO মদন কুমার দাস। দিদিমনি না বুঝে দেখে সকলকে এই নিম্নমানের দুর্গন্ধ খাবার সামগ্রী দেওয়ায় ক্ষমা প্রার্থী সকলের কাছে।পরে পাশের একটি অন্য সেন্টার থেকে নতুন করে চাল ডাল আলু নিয়ে এসে সকল মায়েদের বিতরন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।জদিও দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চাল, ডাল খারাপ হয়েগেছে বলে জানান ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য পিন্টু পাল।
Related Articles
প্রয়াত নারায়ণ দেবনাথ , ৯৭ বছর বয়সে জীবনাবসান প্রখ্যাত কার্টুনিস্টের।
সোজাসাপটার বিশেষ প্রতিবেদন,১৮ জানুয়ারি:- প্রখ্যাত কার্টুনিস্ট শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জীবনাবসান হলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে বেলভিউ নার্সিংহোমে প্রয়াত হন তিনি। ওই বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, এদিন সকাল থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রবীণ এই কার্টুনিস্ট। গত ২৪ […]
এখন থেকে আবার মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে।
কলকাতা , ৪ সেপ্টেম্বর:- এখন থেকে আবার শুধুমাত্র মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে অন্যান্য শনিবারে ব্যাংক খোলা থাকবে। এই নিয়ে উদ্ভূত বিভ্রান্তির অবসান ঘটিয়ে আজ রাজ্যের অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা সংক্রমনের প্রেক্ষিতে গত ২০ জুলাই জারি করা নির্দেশিকায় মাসের প্রতি শনি ও রবিবার রাজ্যের সব […]
আজ শুরু ফরাসি ওপেন, প্রথম দিনেই ক্লে-কোর্টে রাফা
স্পোর্টস ডেস্ক, ২৭ সেপ্টেম্বর:- করোনা অতিমারির কারণে পিছিয়ে যাওয়া ২০২০ ফরাসি ওপেন শুরু হচ্ছে আজ, রবিবার। প্রথম দিনেই নাদাল খেলবেন বেলারুশের ইগর জেরাসিমভের বিরুদ্ধে। তবে নাদালের এ বারের ফরাসি ওপেনে সাফল্যের ব্যাপারে যথেষ্ট সংশয় আছে। তার কারণ এ বার ফরসি ওপেনের সব ম্যাচ হবে নতুন এক ধরনের বলে। যা অনেক ভারী এবং গতিও মন্থর। দ্বিতীয় […]







