হাওড়া,১৯ এপ্রিল:- মাস্ক না পরে বাজারে আসায় পুলিশের বাধা। পুলিশকে চড় মহিলা ক্রেতার। আজ সকালের ঘটনা। হাওড়ার কালিবাবুর বাজারে।আজ সকালেও হাওড়া সিটি পুলিশের তৎপরতা দেখা যায় হাওড়ার কালিবাবুর বাজারে। যারা মাস্ক ছাড়া বাজারে আসছেন তাদের বাজার থেকে ফিরিয়ে দেওয়া হয়। হাওড়ার এক মহিলা এদিন মাস্ক ছাড়া বাজারে এলে হাওড়া সিটি পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়াররা তাঁকে বাধা দেয়। এনিয়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওই মহিলা সিভিক মহিলা পুলিশ কর্মীকে চড় মারেন বলেও অভিযোগ। ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। হাওড়া থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
https://youtu.be/vPWVZpiW-wg