এই মুহূর্তে খেলাধুলা

মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ এপ্রিল;- একোস্টার মাধ্যমে কোস্টারিকার বিশ্বকাপ দলের কোচ অস্কারের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের। লকডাউনের আবহে ইস্টবেঙ্গলে হয়নি বাব়পুজো। তবে বাব়পুজো না হলেও পরের মরসুমের দলগঠন করতে থেমে নেই ইস্টবেঙ্গলের কর্তারা। মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল। শতবর্ষে ট্রফিহীন ক্লাব পরের বছরের ঘর ঘোছানোর কাজ অনেকটাই এগিযে রেখেছে। বলবন্ত সিং থেকে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে আগামী বছরের জন্য চূড়ান্ত করে ফেলেছে শতবর্ষের ক্লাব। তবে একইসঙ্গে রয়েছে অন্য খবর । অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিওকে আর পরের মরসুমে কোচ রাখছে না লালহলুদ ব্রিগেড। হাইপ্রোফাইল বিশ্বকাপার কোচের দিকেই নজর করেছে ক্লাবের। ক্লাব সূত্রে খবর , ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার কোচ অস্কার রামিরেজকে পরের মরসুমে কোচ হিসেবে চাইছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে এ ব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু বলা হয়নি তবে অস্কারের নাম উঠলেই কর্তারা কিছু বলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাবকর্তা বলেন, এমন হাইপ্রোফাইল কোচকে কে চাইবে না বলুন তো। জানা গিয়েছে , অস্কারের সঙ্গে যোগাযোগের করিয়ে দিয়েছেন জনি একোস্টা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একোস্টার  সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল এহ কোচের। এই মরসুমের শুরুতে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডারকে দলে না রাখলেও মাঝ মরসুমে দলের ডিফেন্সের ব্যর্থতায় ফেরানো হয়েছিল একোস্টাকে। তার সঙ্গে কথা বলেছেন কর্তারা। একোস্টা প্রস্তাব দেন রামিরেজের নাম। কর্তারা নিশ্চিত যে তারা পরের মরসুমে আই এস এল খেলবেন। সে কারণে হাইপ্রোফাইল কোচের দিকে নজর। তবে বিশ্বকাপের পর আর কোচিং করান নি অস্কার। সেকারণে তাঁকে আদৌ কোচের চেয়ারে বসানো হয় নাকি সেদিকে নজর থাকবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.