অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ এপ্রিল;- একোস্টার মাধ্যমে কোস্টারিকার বিশ্বকাপ দলের কোচ অস্কারের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের। লকডাউনের আবহে ইস্টবেঙ্গলে হয়নি বাব়পুজো। তবে বাব়পুজো না হলেও পরের মরসুমের দলগঠন করতে থেমে নেই ইস্টবেঙ্গলের কর্তারা। মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল। শতবর্ষে ট্রফিহীন ক্লাব পরের বছরের ঘর ঘোছানোর কাজ অনেকটাই এগিযে রেখেছে। বলবন্ত সিং থেকে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে আগামী বছরের জন্য চূড়ান্ত করে ফেলেছে শতবর্ষের ক্লাব। তবে একইসঙ্গে রয়েছে অন্য খবর । অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিওকে আর পরের মরসুমে কোচ রাখছে না লালহলুদ ব্রিগেড। হাইপ্রোফাইল বিশ্বকাপার কোচের দিকেই নজর করেছে ক্লাবের। ক্লাব সূত্রে খবর , ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার কোচ অস্কার রামিরেজকে পরের মরসুমে কোচ হিসেবে চাইছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে এ ব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু বলা হয়নি তবে অস্কারের নাম উঠলেই কর্তারা কিছু বলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাবকর্তা বলেন, এমন হাইপ্রোফাইল কোচকে কে চাইবে না বলুন তো। জানা গিয়েছে , অস্কারের সঙ্গে যোগাযোগের করিয়ে দিয়েছেন জনি একোস্টা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একোস্টার সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল এহ কোচের। এই মরসুমের শুরুতে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডারকে দলে না রাখলেও মাঝ মরসুমে দলের ডিফেন্সের ব্যর্থতায় ফেরানো হয়েছিল একোস্টাকে। তার সঙ্গে কথা বলেছেন কর্তারা। একোস্টা প্রস্তাব দেন রামিরেজের নাম। কর্তারা নিশ্চিত যে তারা পরের মরসুমে আই এস এল খেলবেন। সে কারণে হাইপ্রোফাইল কোচের দিকে নজর। তবে বিশ্বকাপের পর আর কোচিং করান নি অস্কার। সেকারণে তাঁকে আদৌ কোচের চেয়ারে বসানো হয় নাকি সেদিকে নজর থাকবে।
Related Articles
ডানকুনিতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।
হুগলি, ২৪ অক্টোবর:- ডিজেলের দাম সেঞ্চুরি, পেট্রোল আগেই শতরান টপকে গেছে। তবুও নাজেহাল অবস্হা ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানযটে ট্রাক থেকে ছোটো গাড়ি। সেই পুজোর দিন থেকে শুরু হয়েছে বর্ধমান-কোলকাতা মুখে লেনে নরক যন্ত্রনা। আজও সকাল থেকে ফের পুনরাবৃত্তি। ডানকুনি মাইতিপাড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লম্বা গাড়ির লাইন। একে তেলের মূল্য বৃদ্ধি, পাশাপাশি টোল […]
হাইকোর্টের নির্দেশ মেনেই পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।
কলকাতা, ৬ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। রাম নবমী পালন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশে যে অশান্তি ছড়িয়েছিল হনুমান জয়ন্তীতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। এখনো পর্যন্ত কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলি, উত্তরবঙ্গের মালবাজার-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে […]
চন্দননগরে নির্মাণ সহায়কের বাড়িতে ইডির হানা।
হুগলি, ৬ ফেব্রুয়ারি:- চন্দননগরে ইডি অভিযান পঞ্চায়েত কর্মির বাড়িতে। চন্দননগর হরিদ্রাডাঙ্গা এলাকায় এক নির্মাণ সহায়কের বাড়িতে ইডি হানা দেয়। নির্মাণ সহায়ক সন্দীপ সাধুখাঁর বাড়িতে তল্লাসী শুরু করে ইডি আধিকারিকরা। সন্দীপ সাধুখাঁ আগে ধনিয়াখলীর বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক ছিলেন। তবে বর্তমানে তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতে নির্মান সহায়ক পদে রয়েছেন। সোমবার সকাল থেকেই জেলায় ঘুরতে […]