অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ এপ্রিল;- একোস্টার মাধ্যমে কোস্টারিকার বিশ্বকাপ দলের কোচ অস্কারের সঙ্গে কথা ইস্টবেঙ্গলের। লকডাউনের আবহে ইস্টবেঙ্গলে হয়নি বাব়পুজো। তবে বাব়পুজো না হলেও পরের মরসুমের দলগঠন করতে থেমে নেই ইস্টবেঙ্গলের কর্তারা। মরসুম থমকে গেলেও থেমে নেই ইস্টবেঙ্গল। শতবর্ষে ট্রফিহীন ক্লাব পরের বছরের ঘর ঘোছানোর কাজ অনেকটাই এগিযে রেখেছে। বলবন্ত সিং থেকে মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায়কে আগামী বছরের জন্য চূড়ান্ত করে ফেলেছে শতবর্ষের ক্লাব। তবে একইসঙ্গে রয়েছে অন্য খবর । অ্যালেজান্দ্রোর প্রাক্তন সহকারী মারিওকে আর পরের মরসুমে কোচ রাখছে না লালহলুদ ব্রিগেড। হাইপ্রোফাইল বিশ্বকাপার কোচের দিকেই নজর করেছে ক্লাবের। ক্লাব সূত্রে খবর , ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকার কোচ অস্কার রামিরেজকে পরের মরসুমে কোচ হিসেবে চাইছে ইস্টবেঙ্গল। ক্লাবের তরফে এ ব্যাপারে এখনও সরকারি ভাবে কিছু বলা হয়নি তবে অস্কারের নাম উঠলেই কর্তারা কিছু বলছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাবকর্তা বলেন, এমন হাইপ্রোফাইল কোচকে কে চাইবে না বলুন তো। জানা গিয়েছে , অস্কারের সঙ্গে যোগাযোগের করিয়ে দিয়েছেন জনি একোস্টা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে একোস্টার সঙ্গে বেশ ভালো বোঝাপড়া ছিল এহ কোচের। এই মরসুমের শুরুতে কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা ডিফেন্ডারকে দলে না রাখলেও মাঝ মরসুমে দলের ডিফেন্সের ব্যর্থতায় ফেরানো হয়েছিল একোস্টাকে। তার সঙ্গে কথা বলেছেন কর্তারা। একোস্টা প্রস্তাব দেন রামিরেজের নাম। কর্তারা নিশ্চিত যে তারা পরের মরসুমে আই এস এল খেলবেন। সে কারণে হাইপ্রোফাইল কোচের দিকে নজর। তবে বিশ্বকাপের পর আর কোচিং করান নি অস্কার। সেকারণে তাঁকে আদৌ কোচের চেয়ারে বসানো হয় নাকি সেদিকে নজর থাকবে।
Related Articles
করোনা মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও কাজে লাগানো হবে- মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মার্চ:- করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালকেও কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। শুধুমাত্র হাসপাতাল ভবন নয় সেখানকার সম্পূর্ণ চিকিৎসা পরিকাঠামো চিকিৎসক এবং কর্মীদেরও কাজে লাগানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকার প্রত্যেকটি জেলায় এরকম বিভিন্ন হাসপাতাল চিহ্নিত করে সেগুলি হুকুম দখল করার প্রক্রিয়া শুরু করেছে।নবান্নে আজ করোনা […]
রাস্তা নির্মাণ নিয়ে বিবাদ , সভাপতির গাড়িতে ভাঙচুর। উঠল গুলি চালানোর অভিযোগ।
মালদা , ২৫ জুন:- শাসকদলের ফের প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর | রাস্তা নির্মাণের কাজ ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি কে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে এলাকার জেলা পরিষদ কর্মাদক্ষ মমতাজ বেগমের স্বামী আমিনুল হকের বিরুদ্ধে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি […]
রাজ্যসভার ভোটে অংশ নিতে পারবেন জেল বন্দি তিন বিধায়ক।
কলকাতা, ৩০ জুন:- আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবন কৃষ্ণ সাহা। আইন অনুযায়ী তাঁদের যেহেতু বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি আছেন, ফলে বিধানসভায় […]







