এই মুহূর্তে জেলা

মানবিক মুখ থানার আইসি’র। লকডাউনে অমিল ওষুধ জোগাড় করে হেপাটাইটিস-বি রোগীর বাড়িতে পৌঁছে দিল পুলিশ।

 

হাওড়া,১৮ এপ্রিল:- চলছে দেশজুড়ে লকডাউন। অত্যাবশকীয় পরিষেবা হিসাবে ওষুধের দোকান খোলা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। লকডাউন পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। এমনই এক সমস্যায় পড়েছিলেন হাওড়ার ব্যাঁটরার মুসলমানপাড়া লেনের বাসিন্দা এক যুবক। তিনি হেপাটাইটিস-বি রোগী হওয়ায় তাঁকে নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু সেই ওষুধ কার্যত কোথাও না পেয়ে তিনি সমস্যার মুখে পড়েন। দ্বারস্থ হন পুলিশের। এই খবর জানতে পেরেই নিজে উদ্যোগ নেন ব্যাঁটরা থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। তিনি কলকাতা থেকে ওই ওষুধ জোগাড় করে যুবকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।এর পাশাপাশি হাওড়ার ব্যাঁটরার কদমতলা এলাকার কুচিল ঘোষাল লেনের বাসিন্দা এক বৃদ্ধের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন থানার আইসি। ওই বৃদ্ধ বাড়িতে একা থাকেন। কলকাতার শ্যামবাজারের বাসিন্দা তাঁর মেয়ে পুলিশকে ফোন করে জানান যে তাঁর বাবার ওষুধের প্রয়োজন। তিনি ওষুধ কিনতে বাড়ি থেকে বের হতে পারছেন না। এই খবর পেয়ে উদ্যোগ নেন থানার আইসি। তিনি নিজের উদ্যোগে ওই বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে তার প্রয়োজনীয় ওষুধপত্র কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। লকডাউনের সময় পুলিশের কাছ থেকে এই সহযোগিতা পেয়ে খুশি ব্যাঁটরা এলাকার সাধারণ মানুষ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.