এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে হাওড়া পুরসভায় এসে বৈঠক করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

 

হাওড়া,১৭ এপ্রিল:- করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে শুক্রবার দুপুরে হাওড়া পুরসভায় এসে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার দুপুরে তিনি হাওড়া পুরসভা ভবনে আসেন এবং এখানে এসে তিনি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল, হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস, পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পুরমন্ত্রী সাংবাদিকদের বলেন, হাওড়া এবং কলকাতা ঘনজনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রচুর মানুষ বাস করেন। কোনভাবেই যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেই ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছেন। হাওড়া পুরসভার কাছেও এটা একটা চ্যালেঞ্জ যাতে এই করোনা সংক্রমণ নতুন করে আর কারও মধ্যে ছড়িয়ে না পড়ে। হাওড়ায় ইতিমধ্যেই করোনার বেশ কয়েকটি কেস হাতে এসেছে। এর বেশি যাতে না সংক্রমণ ছড়ায় সেটি নজরে রাখাই পুরসভার কর্তব্য। এই কারণে পুরসভা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। হাওড়ায় যে সমস্ত বস্তি এলাকা আছে সেখানে আগামী দিনে আরও বেশি করে নজর দেওয়া হবে। সেখানে পর্যবেক্ষণ করা হবে। হাওড়াতেও র‍্যাপিড টেস্ট করা হবে। করোনা নিয়ে পুরসভা যথাসাধ্য চেষ্টা করছে যাতে এই করোনা সংক্রমণের হাত থেকে হাওড়া শহরকে বাঁচানো যায়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.