এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনা সংক্রামিত এলাকায় স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করল পুরসভা।


 

হাওড়া,১৭ এপ্রিল:- হাওড়া শহরে করোনা সংক্রমিত এলাকায় ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প করে বাড়ি বাড়ি ঘুরে থার্মাল স্ক্রিনিংয়ের কাজ শুরু করলেন পুরনিগমের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। বৃহস্পতিবার থেকেই এই মোবাইল স্ক্রিনিং শুরু হয়ে গেল। এদিন বিকেলে মধ্য হাওড়ার ২৮ নম্বর ওয়ার্ডের রাজবল্লভ সাহা লেন থেকে এই মোবাইল মেডিক্যাল ক্যাম্প কাজ আরম্ভ করে দিল। ওই এলাকায় গিয়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা বাসিন্দাদের কাছে জ্বর, সর্দি, কাশি বা করোনার কোনও উপসর্গ আছে কিনা জানতে চান। ওই এলাকার বাসিন্দাদের শারীরিক পরীক্ষা করেন। প্রত্যেকের থার্মাল গান দিয়ে স্ক্রিনিং করা হয়। কারও কোনও উপসর্গ দেখা গেলেই তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা করানোর ব্যবস্থাও করা হয়েছে। ভ্রাম্যমাণ এই মেডিকেল  ক্যাম্প থেকে করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সচেতনও করেন স্বাস্থ্যকর্মীরা। এর ফলে করোনা নিয়ে মানুষের মনে করোনা নিয়ে অযথা আতঙ্ক দূর হবে বলে মনে করা হচ্ছে। হাওড়া পুরনিগম সূত্রের খবর, একজন চিকিৎসকের নেতৃত্বে ১০ জন স্বাস্থ্য কর্মীকে নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। তারাই মধ্য হাওড়া ও উত্তর হাওড়ার করোনা আক্রান্ত এলাকায় গিয়ে ঘুরে ঘুরে ওই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যরপরীক্ষা করবেন। কারও কোনও উপসর্গ থাকলে তাকে হাসপাতালে পাঠিয়ে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। এদিন ২৮ নম্বর ওয়ার্ড থেকে ওই কাজ শুরু হয়েছে। শুক্রবার ১৯ নম্বর ওয়ার্ডে ও তারপর উত্তর হাওড়ার ১ থেকে ৬ এবং ১২ ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার এই স্ক্রিনিংয়ের কাজ চলবে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.