এই মুহূর্তে জেলা

চলতি বছরে উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা আগামী জুন মাসে – মুখ্যমন্ত্রী।

 

নবান্ন, হাওড়া,১৫ এপ্রিল:- লকডাউন এর জেরে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরে উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা আগামী জুন মাসে নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন পরীক্ষা গ্রহণের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে । পাশাপাশি একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সবাইকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজ , বিশ্ববিদ্যালয় ও স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের একটি সেমিস্টার এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান।অবস্থার প্রেক্ষিতে সুসংহত শিশু বিকাশ কেন্দ্র গুলি ও ১৫ই মে পর্যন্ত বন্ধ থাকবে বলে তিনি জানান। অন্যদিকে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পড়ুয়াদের চলতি মাসের কুড়ি থেকে ত্রিশ তারিখের মধ্যে মিড ডে মিলের চাল আলু বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.