হুগলি,১৫ এপ্রিল:- আজ সকালে পুরসভার উদ্যোগে নাগরিকদের বাড়িতে গিয়ে র্যান্ডম পরীক্ষা করেন,কারো জ্বর আছে কিনা তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারো কাশি গলাব্যাথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন।কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কথাও বলা হয়।উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং। পুরসভার মেডিকেল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়িতে ঘুরে করা হচ্ছে।স্বাস্থ্যকর্মিরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন।তা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারনে বাইরে না বেরোতে বলেন।খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন।চেয়ারম্যান জানান,পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে।যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে।এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে।এই কাজের জন্য স্বাস্থ্য কর্মিদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে।অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না।সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন। থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে।ভয়ও দূর হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।
Related Articles
তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত চুঁচুড়ার শ্যামসুন্দরপুর।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- রাস্তায় নির্মীয়মান বাম্পার দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হুগলি- চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এর শ্যামসুন্দরপুর। অভিযোগ তৃণমূলীদের হাতে আক্রান্ত হয়ে আহত বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চুঁচুড়া হসপিটালে ভর্তি। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। জানা যায় স্থানীয় মানুষের দেওয়া বাম্পার তৃণমলের বেশ কয়েকজন কর্মী ভাঙার চেষ্টা করছিল, সেইসময় বাধা দেয় […]
১৭০০ কোটির প্রকল্পে উপকৃত হবে ১৭ লক্ষ মানুষ, উত্তরপাড়ায় উদ্বোধন হলো রাজ্যের বৃহত্তম জল প্রকল্পের।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আরামবাগ থেকে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৭৬৩ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম […]
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চার পুর নিগমের ভোট গণনা আগামীকাল।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যের চার পুরসভার ভোট গণনা হবে আগামীকাল। ভোটের মত গণনা পর্বেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কভিড বিধি মেনে নির্বিঘ্নে সম্পাদন করতে চলেছে ।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সকাল আটটা থেকে গণনা শুরু। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল সাতটার মধ্যে এসে উপস্থিত হতে হবে গণনা কেন্দ্রে। সাড়ে সাতটা থেকে […]








