হুগলি,১৫ এপ্রিল:- আজ সকালে পুরসভার উদ্যোগে নাগরিকদের বাড়িতে গিয়ে র্যান্ডম পরীক্ষা করেন,কারো জ্বর আছে কিনা তা দেখার পাশাপাশি গত কয়েকদিনে কারো কাশি গলাব্যাথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিয়েছে কিনা তা জিজ্ঞাসা করেন।কোনো উপসর্গ দেখা দিলে হাসপাতালে গিয়ে চিকিৎসা করার কথাও বলা হয়।উত্তরপাড়া সখের বাজার এলাকা থেকে শুরু হয় স্ক্রিনিং। পুরসভার মেডিকেল অফিসার জানান, হাসপাতালের ফিভার ক্লিনিকে যে পরীক্ষা হয় সেটাই বাড়িতে ঘুরে করা হচ্ছে।স্বাস্থ্যকর্মিরা বাড়ি বাড়ি ঘুরে রিপোর্ট সংগ্রহ করবেন।তা স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সাবধানে থাকার পরামর্শ দেন। অকারনে বাইরে না বেরোতে বলেন।খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজার রাখতে অনুরোধ করেন।চেয়ারম্যান জানান,পুরসভা পাঁচটা থার্মল গান কিনেছে।যা দিয়ে পুরসভার সমস্ত জায়গায় বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্ক্রিনিং করার কাজ চলবে।এরজন্য চারটি জোন ভাগ করা হয়েছে।এই কাজের জন্য স্বাস্থ্য কর্মিদের চারটি দল গঠন করা হয়েছে। এর ফলে শহরবাসীর মনে যে আতঙ্ক তা দূর হবে।অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত হলেও প্রাথমিক ভাবে কিছুই বোঝা যাচ্ছে না।সেসময় যারা আক্রান্তের সংস্পর্শে আসবেন তারা সংক্রামিত হতে পারেন। থার্মল স্ক্রিনিং এবং চিকিংসকদের পরামর্শের ফলে সেই অনিশ্চয়তা কাটবে।ভয়ও দূর হবে। পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।
Related Articles
প্রাক্তন বিচারপতির বিজেপিতে যোগদান নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ মার্চ:- সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের শেষে নিজের ভাষণে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর জন্যই হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি দলের […]
পাখির চোখ বিধানসভা ভোট , বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা কমিটি ঘোষিত।
হাওড়া , ১৮ নভেম্বর:- হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার জেলা কমিটি ঘোষিত হল। মঙ্গলবার বিজেপির বেলিলিয়াস রোডের অফিসে ওই কমিটি ঘোষিত হয়। উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং সহ বিনয় আগরওয়াল, গৌতম গোস্বামী, অমরজিৎ সিং প্রমুখ বিজেপি নেতৃবৃন্দ। ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া সদরের সভাপতি হিসেবে আগেই ঘোষিত হয়েছিল ওমপ্রকাশ সিং […]
নেতাজির বাণী প্রচারে সাইকেলে সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মিছিল যুবকদের।
গোঘাট, ২৪ জানুয়ারি:- দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, ব্যারাকপুর ও পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে সাইকেল মিছিল। দেশের যুব সমাজকে দেশমাতৃকার প্রতি কর্তব্য এবং দেশাত্মবোধ জাগ্রত করতে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুর এবং পশ্চিমবঙ্গ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বিটি রোড আগরপাড়া শাখা থেকে ১২ জন সাইকেল-আরোহী এবং […]