এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা হাসপাতালে ইমারজেন্সি বিভাগ আপাতত বন্ধ করা হল।

 

হাওড়া,১৫ এপ্রিল:- হাওড়া জেলা হাসপাতালে রোগী ভর্তি আপাতত বন্ধ করা হলো। আগেই বন্ধ হয়েছিল এখানকার আউটডোর বিভাগ। এবার হাসপাতালের ইমারজেন্সি বিভাগও বন্ধ করা হলো। ফলে রোগী ভর্তি আর হচ্ছে না। আজ সকালে হাওড়া জেলা হাসপাতালের একটি কোলাপ্সেবেল গেটে তালা ঝুলতেও দেখা যায়। কয়েকদিন আগে এই হাসপাতালে করোনা পেশেন্ট ভর্তি বন্ধ হয়। করোনা আইসোলেশন ওয়ার্ড একইসাথে বন্ধ হয়ে যায়। করোনা রোগী বা করোনা উপসর্গ রয়েছে এমন রোগীদের পাঠানো হচ্ছিল উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল এবং সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে। অধিকাংশ চিকিৎসক, নার্স, স্টাফ কোয়ারেন্টিনে থাকায় চিকিৎসকের অভাবে এরপর হাওড়া জেলা হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ করা হয়। হাতেগোনা চিকিৎসক, স্টাফ নিয়ে মঙ্গলবার পর্যন্ত শুধু ইমারজেন্সি বিভাগ খোলা ছিল। রোগীও আসছে কম। ইমারজেন্সি বিভাগের চিকিৎসককে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, পিপিই দেওয়া হয়েছিল। তবে রাত থেকে চিকিৎসকের অভাবে ইমারজেন্সি বিভাগও বন্ধ হয়ে গেছে। এখানকার প্রায় অধিকাংশ চিকিৎসক, নার্স, স্টাফ সকলেই বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.