এই মুহূর্তে কলকাতা

লকডাউনে দরিদ্র মানুষদের খাবার দিয়ে নববর্ষ উদযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। হাওড়ায় লকডাউনে নিত্যানন্দ আশ্রমের প্রসাদ বিতরণ।

 

হাওড়া,১৪ এপ্রিল:- করোনার প্রভাবে লকডাউনে আটকে পড়া দরিদ্র মানুষদের খাবার দিয়ে নববর্ষ উদযাপন করল প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের ময়দান তাঁবুতে পয়লা বৈশাখ মঙ্গলবার থেকে শুরু হল রান্না করা খাবার বিতরণ। সহযোগিতায় রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী সত্যামিত্রানন্দ। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নতুন বছরকে এইভাবে স্বাগত জানালো প্রেস ক্লাব। আজ প্রায় ২৫০ জনকে রান্না করা খাবার দেওয়া হয়। লকডাউনের সময় সপ্তাহে দুদিন সোম ও বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাবে এই ব্যবস্থা চালু থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।স্বামী সত্যমিত্রানন্দ বলেন, ভারত সেবাশ্রমের পক্ষ থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় প্রতিদিন প্রায় ৩০ হাজার নিরন্ন মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে। দু’দিনের মধ্যে মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হবে বলে তিনি জানান। অন্যদিকে, হাওড়ার দেড়শ বছরের প্রাচীন শ্রীশ্রীনিত্যানন্দ আশ্রম (ধাড়সা মঠ ) এর পক্ষ থেকে প্রতি বছরই পয়লা বৈশাখের দিনে উৎসব পালন করা হয় ও উৎসব শেষে উপস্থিত ভক্তবৃন্দদের প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। কিন্তু এবছর করোনা মহামারী ও লকডাউন পরিস্থিতির জন্য আশ্রমের এই উৎসব একটু অন্যভাবে পালিত হল। এদিন এলাকার প্রায় দেড় হাজার অসহায় মানুষের হাতে প্রসাদ তুলে দেওয়ার মধ্যে দিয়ে দিনটি পালিত হল। মঠের নিত্যানন্দ দাস মহারাজের প্রচেষ্টায় সৌমিক মুখার্জ্জীর সহযোগিতায় স্থানীয় মন্দির ভক্ত ও বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে দিনটি পালিত হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.