হাওড়া,১৪ এপ্রিল:- বেলুড়ের লালবাবা কলেজ, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন স্কুলের পর এবার হাওড়ার বিজয়কৃষ্ণ গালর্স কলেজেও শুরু করা হয়েছে অনলাইন পড়াশোনা। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ লকডাউন শুরু হতেই ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ দেয়। সেখানেই অনলাইনে পড়াশোনা শুরু হবার বিষয়ে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়। এরপর স্কাইপি, জুম লিঙ্ক, গুগল প্লাস ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বর্ষের ছাত্রীদের ভিডিও কনফারেন্সে ক্লাস নেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে যে ছাত্রী যে মাধ্যমে সহজে ক্লাসে অংশ নিতে পারছে তারা সংশ্লিষ্ট ওই মাধ্যমেই ক্লাস যোগ দিচ্ছে। তবে এই কলেজের ছাত্রীসংখ্যা প্রায় তিন হাজার। তাই ওই বিশাল সংখ্যক ছাত্রীদের একসঙ্গে অনলাইন ক্লাসে সামিল করা সম্ভব হচ্ছে না। তাই এই মুহূর্তে অনার্সের প্রায় দেড় হাজার ছাত্রীকে এই অনলাইনে ক্লাস করানো হচ্ছে। এছাড়া পাশ কোর্সের অন্যান্য ছাত্রীদের জন্য গুগল ক্লাসরুমের মাধ্যমে নোটস দিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রীরা সহজেই সেখান থেকে ওই নোটস সংগ্রহ করতে পারছে।
এরপর তাদের এই নিয়ে কোনও প্রশ্ন থাকলে তারা সরাসারি সেই বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন। এই ব্যাপারে ছাত্রীদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করেও নোটস দেওয়া ও প্রশ্নোত্তর পর্ব চালু রেখেছেন কলেজের শিক্ষক ও অধ্যাপকরা। এ বিষয়ে কলেজের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে শুরু থেকেই আমরা উদ্যোগ নিই। অনলাইনের মাধ্যমে ছাত্রীদের ক্লাস চালু করার প্রক্রিয়া শুরু হয়। অনলাইনের এই ক্লাসে এখন কলেজের অধিকাংশ ছাত্রীই হাজির হচ্ছে। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাসে যোগ দিতে পেরে তারা উপকৃত হচ্ছে। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে শুধু নিজেদের স্কুলের ছাত্রীদের কথা ভেবেই নয়, রাজ্যের সব স্কুলের নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কথা ভেবে ক্লাস করাচ্ছেন হাওড়ার ব্যাঁটরার তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন স্কুলের শিক্ষিকারা। তাঁদের সেই ক্লাস ইউটিউবে নিয়মিত আপলোড করে দেওয়া হচ্ছে। এতে সকলেই উপকৃত হচ্ছে।