এই মুহূর্তে জেলা

হাওড়াতেও কিছু এলাকা সিল করল পুলিশ।

 

হাওড়া,১১ এপ্রিল:- দেশজুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন শুরু হলেও অনেকেই তা মেনে না চলায় হাওড়ার কয়েকটি এলাকাকেও হটস্পট হিসেবে চিহ্নিত করল প্রশাসন। ওইসব এলাকায় করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। ওই গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিল করে দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। ওইসব এলাকায় বাড়ি থেকে বাইরে বেরতে হলে পুলিশের অনুমতি লাগবে। এলাকার কোনও দোকানপাট খোলা যাবে না। এমনকি রাস্তায় ঘোরাঘুরি করাও যাবে না। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকাগুলোতে অধিকাংশ মানুষ লকডাউন মানছেন না, ফলে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা সংক্রমণে গত ১০ দিনে হাওড়াতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও হাওড়ায় আরও কয়েকজনের করোনা পজিটিভ হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। আইসোলেশনে রয়েছেন ২০ জন। এ ছাড়া ডুমুরজলা কোয়ারান্টিনে রয়েছেন প্রায় ৩৫ জন। হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে এক হাজারের বেশি মানুষকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে , শহরে যখন করোনা সংক্রমণের আশংকা বাড়ছে তখন শহরবাসী লকডাউনের নিয়ম মানছেন না। সাতদিনের বাজার একদিনে করার বদলে, সাতবার ধরে একদিনের বাজার করছেন। যখন তখন যেখানে সেখানে দল বেঁধে আড্ডা দিচ্ছেন। বারে বারে বললেও এমনকি লাঠি নিয়ে তাড়া করলেও হুঁশ ফিরছেনা শহরবাসীর। এই রকম চারটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই যে এলাকাগুলি ‘হটস্পট’ মনে করা হচ্ছে সেগুলি সিল করে দেওয়া হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল বলেন, যে এলাকাগুলিতে করোনার সংক্রমণ বাড়ছে এবং মানুষ লকডাউন মানছেন না এমনই ৪টি এলাকা চিহ্নিত করে সিল করে দেওয়া হয়েছে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.