সুদীপ দাস,৯ এপ্রিল:- ভিডিও কলিং-এর মাধ্যমে পড়াশুনার পর করোনা পরিস্থিতিতে চালু হলো ভিডিও কলিং-এর মাধ্যমে চিকিৎসা। চিকিৎসার পরিভাষায় এই প্রযুক্তি ভিত্তিক এই পরিষেবার নাম টেলি-কনস্যাল্টেশন বা টেলি-মেডিসিন। লকডাউনের মত পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যাবস্থায় এহেন পরিষেবার জুড়ি মেলা ভার। হুগলি জেলায় সম্ভাব্য প্রথম এই পরিষেবাই চালু হলো চুঁচুড়ায়। চুঁচুড়া স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুডডেজ্ ডায়গনস্টিক এন্ড ফার্মেসী চালু করলো টেলি-মেডিসিন ব্যাবস্থা। সংস্থার কর্নধার ডাঃ দেবরাজ ঘোষ বলেন একে তো করোনা আতঙ্ক, তারউপর চলছে লকডাউন। এই দু’য়ের জেরে বাড়িতে কারোর শারিরীক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন হয়ে উঠেছে। কঠিন পরিস্থিতিতে রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া পাওয়া যেমন সমস্যা তেমনই করোনা আতঙ্কে অনেক জায়গাতেই চিকিৎসকদের চেম্বারও থাকছে বন্ধ। সেকথা চিন্তা করেই দেবরাজবাবু টেলি মেডিসিনের পরিষেবা চালু করলেন। এই পরিষেবা পেতে আপনার কাছে ইন্টারনেট সহ একটি স্মার্ট ফোন থাকলেই হবে।
সেই ফোন থেকে 9432424142-এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি hi বলে মেসেজ পাঠালেই ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে আপনাকে কি করতে হবে তার বিস্তারিত আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। এছাড়া ওই নাম্বারে আপনি ফোনও করতে পারেন। ফোন করলে আপনার রুগীর নাম, বয়স, কি সমস্যা, আগে ডাক্তার দেখিয়েছেন কি না ইত্যাদি-ইত্যাদি জেনে নেওয়া হবে। কতক্ষন পর আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন তাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সেই সময়ে আপনার মোবাইলের ডাটা অন করে রাখতে হবে। সময়মত আপনার মোবাইলে ভিডিও কল আসবে। আপনি সেই ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি দরকার হলে মোবাইল ঘুড়িয়ে রুগীকেও একঝলক দেখিয়ে দিতে পারবেন। কথা হয়ে গেলেই কল কেটে যাবে। কিছুক্ষনের মাধ্যেই গুডডেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনের পিডিএফ কপি চলে আসবে। আপনার নিকটবর্তী দোকান থেকে সেই ওষুধ সংগ্রহ করে নেবেন। আপনি চাইলে গুডডেজে এসে চিকিৎসকের ফিজ দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশনের হার্ড কপি সংগ্রহ করতে পারেন। অথবা আপনার বাড়ি যদি দূরে বা জেলার বাইরে হয় তাহলে বাড়িতে থেকেই মোবাইল পে কিংবা গুডডেজের অ্যাকাউন্টে চিকিৎসকের ফিজ জমা দিতে পারেন। সমগ্র পরিষেবার জন্য চিকিৎসক ন্যার্য ফিজ ছাড়া আপনাকে একটাও অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না। গুডডেজের কর্নধার দেবরাজবাবু বলেন করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে আমরা সাধারন মানুষের কথা চিন্তা করে এই পরিষেবা চালু করেছি। অন্যদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলাবাসী।Related Articles
বিশ্ববিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম।
কলকাতা , ৭ নভেম্বর:- বিশ্ববিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম ১০ নভেম্বর বিআইটিএম ফের দরজা খুলছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অন্তর্গত বিড়লা কারিগরি ও প্রযুক্তি সংগ্রহালয় ১০ নভেম্বর তার প্রাঙ্গণে ২০ ফুট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে। ওই দিন বিশ্ব বিজ্ঞান দিবস এবং আন্তর্জাতিক বিজ্ঞান কেন্দ্র ও বিজ্ঞান […]
ভোল্টেজ বিভ্রাট, খারাপ হলো ইলেকট্রনিক সামগ্রী, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১৩ ডিসেম্বর:- ভোল্টেজ বিভ্রাট, খারাপ হল টিভি, ফ্রিজ সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী। বিদ্যুত দপ্তরের কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত চকবাজার কাঠগোলা লেন এলাকায়। স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে বিদ্যুত দপ্তরের কর্মীরা কাঠগোলা এলাকায় রক্ষানাবেক্ষনের কাজ করতে আসে। কাজ চলাকালীনই সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই একাবাসীদের […]
আজ উত্তর হাওড়ায় ঐতিহ্যবাহী শীতলা মায়ের স্নানযাত্রা। সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল।
হাওড়া, ১৪ ফেব্রুয়ারি:- আজ মঙ্গলবার মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে উত্তর হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশ এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরায়। কোন অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি রাখবেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। এর পাশাপাশি সালকিয়া বাঁধাঘাট চত্বর সহ উত্তর […]