সুদীপ দাস,৯ এপ্রিল:- ভিডিও কলিং-এর মাধ্যমে পড়াশুনার পর করোনা পরিস্থিতিতে চালু হলো ভিডিও কলিং-এর মাধ্যমে চিকিৎসা। চিকিৎসার পরিভাষায় এই প্রযুক্তি ভিত্তিক এই পরিষেবার নাম টেলি-কনস্যাল্টেশন বা টেলি-মেডিসিন। লকডাউনের মত পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যাবস্থায় এহেন পরিষেবার জুড়ি মেলা ভার। হুগলি জেলায় সম্ভাব্য প্রথম এই পরিষেবাই চালু হলো চুঁচুড়ায়। চুঁচুড়া স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গুডডেজ্ ডায়গনস্টিক এন্ড ফার্মেসী চালু করলো টেলি-মেডিসিন ব্যাবস্থা। সংস্থার কর্নধার ডাঃ দেবরাজ ঘোষ বলেন একে তো করোনা আতঙ্ক, তারউপর চলছে লকডাউন। এই দু’য়ের জেরে বাড়িতে কারোর শারিরীক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ পাওয়া কঠিন হয়ে উঠেছে। কঠিন পরিস্থিতিতে রাস্তাঘাটে গাড়ি-ঘোড়া পাওয়া যেমন সমস্যা তেমনই করোনা আতঙ্কে অনেক জায়গাতেই চিকিৎসকদের চেম্বারও থাকছে বন্ধ। সেকথা চিন্তা করেই দেবরাজবাবু টেলি মেডিসিনের পরিষেবা চালু করলেন। এই পরিষেবা পেতে আপনার কাছে ইন্টারনেট সহ একটি স্মার্ট ফোন থাকলেই হবে।
সেই ফোন থেকে 9432424142-এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি hi বলে মেসেজ পাঠালেই ডাক্তারের অ্যাপয়েনমেন্ট পেতে আপনাকে কি করতে হবে তার বিস্তারিত আপনার হোয়াটসঅ্যাপে চলে আসবে। এছাড়া ওই নাম্বারে আপনি ফোনও করতে পারেন। ফোন করলে আপনার রুগীর নাম, বয়স, কি সমস্যা, আগে ডাক্তার দেখিয়েছেন কি না ইত্যাদি-ইত্যাদি জেনে নেওয়া হবে। কতক্ষন পর আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন তাও আপনাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক সেই সময়ে আপনার মোবাইলের ডাটা অন করে রাখতে হবে। সময়মত আপনার মোবাইলে ভিডিও কল আসবে। আপনি সেই ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি দরকার হলে মোবাইল ঘুড়িয়ে রুগীকেও একঝলক দেখিয়ে দিতে পারবেন। কথা হয়ে গেলেই কল কেটে যাবে। কিছুক্ষনের মাধ্যেই গুডডেজ থেকে আপনার হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশনের পিডিএফ কপি চলে আসবে। আপনার নিকটবর্তী দোকান থেকে সেই ওষুধ সংগ্রহ করে নেবেন। আপনি চাইলে গুডডেজে এসে চিকিৎসকের ফিজ দেওয়ার পাশাপাশি প্রেসক্রিপশনের হার্ড কপি সংগ্রহ করতে পারেন। অথবা আপনার বাড়ি যদি দূরে বা জেলার বাইরে হয় তাহলে বাড়িতে থেকেই মোবাইল পে কিংবা গুডডেজের অ্যাকাউন্টে চিকিৎসকের ফিজ জমা দিতে পারেন। সমগ্র পরিষেবার জন্য চিকিৎসক ন্যার্য ফিজ ছাড়া আপনাকে একটাও অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না। গুডডেজের কর্নধার দেবরাজবাবু বলেন করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে আমরা সাধারন মানুষের কথা চিন্তা করে এই পরিষেবা চালু করেছি। অন্যদিকে এই পরিষেবা চালু হওয়ায় খুশি জেলাবাসী।Related Articles
মুখোমুখি মুখ্যমন্ত্রীকে আলোচনায় ডাকলেন রাজ্যপাল।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এবার মুখ্যমন্ত্রীকে মুখোমুখি আলোচনায় ডাকলেন রাজ্যপাল।চলতি সপ্তাহে যেকোনও একদিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। অভ্যাসমত নিজেই ট্যুইট করে সেই চিঠি প্রকাশ্যেও এনেছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে চাপান উতোর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে […]
নদীয়ার যুবকের ব্যাগ উদ্ধার হাওড়া সিটি পুলিশের তৎপরতায়।
হাওড়া , ৪ মার্চ:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ভিন জেলা থেকে আসা এক ব্যক্তির ব্যাগ। নদীয়ার বাসিন্দা সুজিত রায় গত বুধবার ব্যাগটি একটি প্রাইভেট বাসে ফেলে নেমে পড়েন। পরে পুলিশ সেই খোওয়া যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি প্রাইভেট বাসে ব্যাগটি ফেলে রেখে ভুলবশত নেমে পড়েন সুজিত। এরপর যখন ব্যগটির […]
জঞ্জালমুক্ত শহর গড়তে অভিনব উদ্যোগ বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ৪ মার্চ:- জঞ্জাল মুক্ত শহর গড়তে রিডিউস, রিসাইকল ও রিইউজ অর্থাৎ ট্রিপল আর পদ্ধতী প্রয়োগে দৃষ্টান্ত গড়ল বৈদ্যবাটি পুরসভা। সোমবার বৈদ্যবাটি আরএমসি মাঠে পুরনো জামা কাপড়, জুতো ও ছোটদের খেলনা সমৃদ্ধ স্টোরের সূচনা করেন স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁই। ছিলেন বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, সাফাই বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর অমৃত ঘোষ, মহুয়া ভট্টাচার্য ও […]








