হাওড়া,৯ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। ব্যবসা বাণিজ্যেও এর প্রভাব পড়েছে। বালির নিবেদিতা সেতু টোলপ্লাজায় ভিন রাজ্য থেকে আসা বহু ট্রাকচালক আটকে পড়েছেন। দশ ফুটের কাঁটাতারের বেড়া দেখে এখন যেন মনে হচ্ছে সীমান্তের কোনও এলাকা। পঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রাকচালকরা এখানে আটকে পড়েছেন। হোটেল বন্ধ থাকায় খাওয়াদাওয়ার সমস্যা হচ্ছে। এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিশিন্দার ঠাকুরানীচক কালীতলা এলাকার যুবকরা সরকারি ত্রাণ (চাল, ডাল, আলু সহ অন্যান্য কিছু খাদ্যশস্য) নিবেদিতা সেতু টোল প্লাজায় আটকে থাকা ট্রাক চালকদের হাতে তুলে দেন। উদ্দেশ্য, যাতে ভিন রাজ্যের এইসব বাসিন্দারাও অভুক্ত না থাকেন। তারজন্যই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভিন রাজ্যের এইসব গাড়িচালকদের খাদ্যশস্য এদিন তুলে দেওয়া হয়। ভিন রাজ্যের এইসব আটকে পড়া ট্রাকচালকরা খাদ্যশস্য পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।