এই মুহূর্তে জেলা

লকডাউনে গৃহবন্দি মানুষকে মনীষীদের বাণী ও উপদেশ মেনে চলার পরামর্শ দিলেন নবদ্বীপ থানার পুলিশ।

নদিয়া,৮ এপ্রিল:- করোনার থাবায় জর্জরিত সারাদেশবাসী। লক ডাউনে গৃহবন্দি মানুষজন। এবার ঠিক সেই সময় তীর্থধাম নবদ্ধীপে ভারতবাসীর বিভিন্ন মনীষীদের বাক্য মেনে চলে এই কথাই মনে রেখে নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা অভিনব উদ্যোগ গ্রহন করলো তারা। এদিন নবদ্বীপ থানার পুলিশ কর্মীরা নবদ্বীপ শহরের মানুষের কাছে গৌড় নিতাই তাঁর বাণী ও উপদেশ মেনে চলেন। এবার মনীষী রূপে সাজে সজ্জিত হয়ে নবদ্বীপের প্রায় চল্লিশ হাজার হোল্ডিং প্রচারের উদ্দেশ্যে বাড়ি বাড়ি ঘুরলেই মনীষীরা। মানুষকে সচেতন করতে করোনা কে হারাতে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন কে মেনে চলেন তাদের আশা এতে অবশ্যই মানুষজন সচেতন হবেন। এই কাজে একমাত্র করোনাকে হারানো সম্ভব হবে বলে উদ্যোগতারা মনে করেন।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.