এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়ালেন মন্ত্রী রাজীব।

 

হাওড়া,২ এপ্রিল:- দেশ জুড়ে চলছে লকডাউন। তারই সঙ্গে গ্রাস করেছে করোনা আতঙ্ক। সেইসময় নিজের বিপদের কথা না ভেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আর্ত মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব ব্যানার্জি। বৃহস্পতিবার তিনি হাওড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে দিন আনা দিন খাওয়া প্রায় চল্লিশ হাজার মানুষদের হাতে তুলে দিলেন খাদসামগ্রী। এদিন তিনি হাওড়ার নিশ্চিন্দার অভয়নগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেব বাগান, শলপের পাকুড়িয়া ও বেগরিতে অসংখ্য আর্ত মানুষদের হাতে তুলে দেন চাল , ডাল, আলু সহ অন্যান্য খাদ্যসামগ্রী। পাশাপাশি সমস্ত মানুষদের ঘরে থাকার আর্জি ও সরকারি নির্দেশ পালন করার কথা বলেন তিনি।অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হাওড়া পৌরনিগমের ২২নং পুর প্রতিনিধি তথা প্রাক্তন মেয়র পারিষদ দিব্যেন্দু মুখার্জীর তত্ত্বাবধানে দাশনগর মেলাতলায় চারশো পরিবারের হাতে পরিবার পিছু ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৫০০ মুসুর ডাল, দুধ, নুন ,মশলা, তেল, বিস্কুট, সবজি( কাঁচা বাজার) পেঁয়াজ প্রভৃতি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.