এই মুহূর্তে জেলা

চীনা ভাইরাসের জন্য মধ্যবিত্তদের কাজ নেই।তাই চাল,ডাল,আলু দিয়ে পাশে দাঁড়ালো তৃনমুল নেতা রাজীব ঘোষ।

হুগলি ,৩১ মার্চ:- চীনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লগডাউন।তাঁর জেরে গরিব মধ্যেবিদ্ধ দের ঘরে দুবেলা ঠিক করে ভাতের হাঁড়ি পযন্ত চাপছে না।তাই সাধারণ মানুষের যাতে দুবেলা হাঁড়ি চাপে তাঁর জন্য এগিয়ে এলো কোন্নগর শহর তৃনমুল নেতা রাজীব ঘোষ।আজ ১১ নম্বর ওয়ার্ডের এস কে দেব স্ট্রিটে অসহায় মানুষদের হাতে চাল,ডাল,আলু,তেল,তুলে দেওয়া হলো। করোনা মোকাবিলায় যখন দেশ জুড়ে লকডাউন কার্যকরী হওয়ায় সাধারণ মানুষ গৃহবন্দী তখন সমাজে খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে এই ভাবে দারোনোয় খুব খুশি সাধারণ মানুষ।রাজীব ঘোষ বলেন এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের পাশে দারোনো টাই আমাদের প্রথম কাজ।আমরা আজ সাধারণ মানুষের হাতে যতটা পেরেছি চাল,ডাল তুলে দিয়েছি আগামী দিনে আরো মানুষের হাতে তুলে দেবো।আমরা শুধু আমাদের ওয়ার্ডের লোকজন কে দিয়েছি এমন টা নয় পুরো কোন্নগর শহরের লোকজন এসে নিয়ে গেছে চাল,ডাল।এদিকে ওই এলাকার আর এক তৃনমুল যুব নেতা মিলন পাঁজা বলেন আমরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম আজো আছি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.