চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- ডানকুনির সোনা বিস্কুট কারখানার কাজ শুরু করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের বক্তব্য গতকাল কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে শ্রমিকদের জানায় আজ সকাল থেকে সোনা বিস্কুট কারখানার কাজ শুরু হবে। তাদের বক্তব্য কারখানা কর্তৃপক্ষ বলছে জেলাশাসকের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরিটি চালু হচ্ছে এবং শ্রমিকদের যে সমস্ত আশঙ্কা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে একটা শিফটে এতগুলো লোক কাজ করানো হচ্ছে । এখন করোনার মত মহামারী চলছে সেখানে আমাদেরও প্রাণের একটা দাম আছে এখানে কোনরকম প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার কিছুই নেই। উপরন্তু আমরা কিভাবে ফ্যাক্টরিতে আসবো। লকডাউন চলছে , যানবাহন নেই এখন এই এলাকায় বিভিন্ন থানা থেকে পুলিশ এসেছে তারা রাস্তায় বেরোলে মারধর করছে এর সঙ্গে সঙ্গে দুপুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
আশেপাশের কোনো হোটেল খোলা নেই খাবার জন্য বেরোলে পুলিশ তাড়া করছে। আমরা কিভাবে কাজ করব অন্যদিকে ফ্যাক্টরি কর্তিপক্ষর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই বিপদের সময় খাদ্যবস্তুর প্রয়োজন এবং বিস্কুটের খুব প্রয়োজন। তার জন্য জেলা শাসকের কাছ থেকে পারমিশন পাওয়া গেছে তাতে বলা হয়েছে বিস্কুট ফ্যাক্টরি গুলো চলতে কোনো বাধা নেই। তারা তাদের কাজ চালাতে পারবে সেই মতো আমরা গিয়েছিলাম এখন শ্রমিকরা বলছে তাদের পিছু অসুবিধা আছে এই অবস্থায় আমরা প্রতিষেধক সমস্ত ব্যবস্থা রেখেছি কিন্তু তা সত্ত্বেও যদি তারা কাজ না করেন আমরা কি করবো।