চিরঞ্জিত ঘোষ ,২৮ মার্চ:- ডানকুনির সোনা বিস্কুট কারখানার কাজ শুরু করাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। শ্রমিকদের বক্তব্য গতকাল কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে শ্রমিকদের জানায় আজ সকাল থেকে সোনা বিস্কুট কারখানার কাজ শুরু হবে। তাদের বক্তব্য কারখানা কর্তৃপক্ষ বলছে জেলাশাসকের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরিটি চালু হচ্ছে এবং শ্রমিকদের যে সমস্ত আশঙ্কা আছে সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। কিন্তু শ্রমিকদের বক্তব্য হচ্ছে যে একটা শিফটে এতগুলো লোক কাজ করানো হচ্ছে । এখন করোনার মত মহামারী চলছে সেখানে আমাদেরও প্রাণের একটা দাম আছে এখানে কোনরকম প্রতিষেধক হ্যান্ড স্যানিটাইজার কিছুই নেই। উপরন্তু আমরা কিভাবে ফ্যাক্টরিতে আসবো। লকডাউন চলছে , যানবাহন নেই এখন এই এলাকায় বিভিন্ন থানা থেকে পুলিশ এসেছে তারা রাস্তায় বেরোলে মারধর করছে এর সঙ্গে সঙ্গে দুপুরে আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই।
আশেপাশের কোনো হোটেল খোলা নেই খাবার জন্য বেরোলে পুলিশ তাড়া করছে। আমরা কিভাবে কাজ করব অন্যদিকে ফ্যাক্টরি কর্তিপক্ষর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জানিয়েছেন এই বিপদের সময় খাদ্যবস্তুর প্রয়োজন এবং বিস্কুটের খুব প্রয়োজন। তার জন্য জেলা শাসকের কাছ থেকে পারমিশন পাওয়া গেছে তাতে বলা হয়েছে বিস্কুট ফ্যাক্টরি গুলো চলতে কোনো বাধা নেই। তারা তাদের কাজ চালাতে পারবে সেই মতো আমরা গিয়েছিলাম এখন শ্রমিকরা বলছে তাদের পিছু অসুবিধা আছে এই অবস্থায় আমরা প্রতিষেধক সমস্ত ব্যবস্থা রেখেছি কিন্তু তা সত্ত্বেও যদি তারা কাজ না করেন আমরা কি করবো।Related Articles
কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স।
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- ক্যাবিনেট সচিব রাজীব গৌবা শনিবার কোভিড পরিস্থিতি নিয়ে দেশের ১২ টি রাজ্যের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে পশ্চিমবঙ্গ, কেরল, মহারাষ্ট্র, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ছাড়াও ছিল আরও ৭টি রাজ্য। এ রাজ্যের তরফে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ছাড়া প্রশাসনিক শীর্ষ কর্তারাও ছিলেন। ক্যবিনেট সচিব মূলত সব রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ এবং তার […]
পেট্রাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ, ক্ষতির মুখে ব্যবসায়ীরা l
উঃ২৪পরগনা,২৬ ফেব্রুয়ারি:- উত্তর ২৪ পরগনা ভারত বাংলাদেশ পেট্রাপোল স্থলবন্দরে কার পাস আদান প্রদানের জন্য এতদিন পর্যন্ত ক্লিয়ারিং এজেন্টরা বাংলাদেশে যেতে বা আসতে পারত বৈধ কাগজ-পত্র ছাড়াই l কিন্তু বিএসএফের পক্ষ থেকে ২৪ শে ফেব্রুয়ারি থেকে বৈধ কাগজপত্র ছাড়া ক্লিয়ারিং এজেন্টদের যাতায়াতের উপরে নিষেধাজ্ঞা জারি করে l ফলে কার পাস আনা-নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয় […]
টিকটকের ফাঁদে পড়ে নিরুদ্দেশ তরুনী বধু,পুলিশের দ্বারস্থ স্বামী।
হুগলি,১৩ জানুয়ারি:- চুঁচু্ড়া ভগবতীডাঙার বাসিন্দা প্রসেনজিৎ মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল টিকটক ভিডিও করত।ভিগো ভিডিওতে তাঁর প্রোফাইল নাম জাসমিন।মাত্র নয় মাসে ৪ লাখ ২৮ হাজার ফলোয়ার জাসমিনের।খুব অল্প সময়ে ভালো পরিচিতি হওয়ায় পাটনা দিল্লী সহ বিভিন্ন জায়গায় ডাক আসত তাঁর।কখনো স্বামীর সঙ্গে কখনো প্লেনে চেপে একাই চলে যেতো তরুনী।গানের সঙ্গে লিপ দিয়ে নানা ভঙ্গিমায় টিকটক ভিডিও […]






